মানবতার কথা ভাবিস,
শেষ নবীর দালালরা!
বুলেট- বোমায় মরবি তোরা,
মূর্খ যত কাঙালরা।
শিয়া -সুন্নি লড়াই নিয়ে,
তোরা তো বেশ ভালই ছিলি।
হঠাৎ কেন বিগড়ে গিয়ে,
মোদের ঘাড়ে কামড় দিলি?
গাদ্দাফি আর সাদ্দামরা,
ছিল মহা কপাল পোড়া।
এত দ্রুত তাদের কথা,
ক্যামনে ভুলে গেছিস তোরা!
খেক শিয়ালের বাচ্চা ছিল,
বুইড়া সালা সুলাইমানি।
কূটনীতি আর সমরজ্ঞানে,
ব্যাটায় ছিল মহাজ্ঞানী!
এইটাকেও খাইয়া দিছি,
এবার কি করবি তোরা?
মোদের দিকে চোখ রাঙালে,
উপড়ে নিমু চক্ষু জোড়া।
আবার যদি তোদের কেউ,
চাসরে হতে সুলাইমানি।
তোদের রক্তে রঙিন হবে,
ফোরাতের ঐ মিষ্টি পানি।
বোকা আছিস ভালই আছিস,
চালাক হতে যাসনে তোরা।
নইলে তোদের বক্ষ দেশে,
বিঁধবে মোদের গুপ্ত ছোরা।
বউয়ের কোলে ঘুমিয়ে থাক,
ওরে মূর্খ-ভীরুর দল।
সাহস যদি দেখাস তবে,
সাঙ্গ করমু শক্তি-বল।
হুজুর হুজুর করবি মোদের,
আমরা হলাম তোদের লর্ড।
এদিক ওদিক করিস যদি,
কাইটা দিমু ভোকাল কর্ড।
(উৎসর্গঃ শিয়া-সুন্নি ঐক্যের জন্য নিবেদিত সকল ব্যক্তিদের উদ্দ্যেশ্যে)
নোমান বিন নজরুল,
০৭/০১/২০২০