গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ফারজানা চৌধুরী ২৩তম এশিয়া ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড ২০১৯-এ ‘বছরের সেরা নারীনেত্রী’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গতকাল মঙ্গলবার এশিয়া ইনস্যুরেন্স রিভিউ এ জন্য সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানের আয়োজন করে।
বাংলাদেশ থেকে ফারজানা চৌধুরী প্রথম নারী, যিনি এই পুরস্কারে ভূষিত হলেন।
১৬তম সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল রিইনস্যুরেন্স কনফারেন্সের সঙ্গেই ২৩তম এশিয়া ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ডের গালা ডিনারের আয়োজন করা হয়। আট শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে এবারের বিজয়ীদের বাছাই করা হয়েছে।
এশিয়ার নারীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতির জন্য ‘উইমেন লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড’ বিভাগটি গত বছর চালু করা হয়েছে। বিমাশিল্পে অনন্য উন্নয়ন করায় ফারজানা চৌধুরীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি