সাকিব সততার পরিচয় দিয়েছেন: অর্থমন্ত্রী

সাকিব আল হাসান সততার পরিচয় দিয়েছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সচিবালয়ে আজ বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘আইনটি সাকিবের ভালোভাবে জানা ছিল। তারপরও কেন এমন করলেন? সাকিবের সেবা এক বছর পাব না, এটা দুঃখজনক।’ অর্থমন্ত্রী বলেন, ‘তারপরও আমি মনে করি সাকিব ভালো কাজ করেছেন। সততার পরিচয় দিয়েছেন। সত্যি বলেছেন। আরও একটি কাজ সাকিব করতে পারতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বা প্রধানমন্ত্রীকে জানাতে পারতেন।’
তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ সব বিষয়ে কঠোর-এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শৃঙ্খলা কোনোভাবে ভঙ্গ হোক, এটা তারা চায় না। বিশেষ করে ম্যাচ ফিক্সিং আইসিসি পছন্দ করে না। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়ার উদাহরণ নেই। মুস্তফা কামাল বলেন, আমাদের দল যখন বিদেশে যায়, তখন একটি ওরিয়েন্টেশন কোর্স করে। এতে প্রত্যেক খেলোয়াড় কী করবেন, কী করবেন না, এ সব বলে দেওয়া হয়। সাকিবের সেবাটা এক বছর না পাওয়ায় আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাঁর বিকল্প সম্ভব নয়।’

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় গতকাল মঙ্গলবার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে দোষ স্বীকার করায় এক বছরের শাস্তি স্থগিত থাকবে বলে জানিয়েছে আইসিসি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *