ঢাকার বাইরের ডেঙ্গু রোগীদের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে এবং বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন- এর সহায়তায় ৫ আগস্ট তারিখে দেশের ১৩টি মেডিকেল কলেজে এবং জেলা ও সদর হাসপাতালে র্কমরত চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আগামী ০৭ ও ০৮ আগস্ট তারিখে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের সাহায্যে বাকী ৫১টি জেলার সকল র্পযায়ের চিকিৎসকদের ডেঙ্গু ব্যবস্থাপনা প্রশক্ষিণ অনুষ্ঠিত হবে। ডেঙ্গু রোগেরে ব্যবস্থাপনার জাতীয় গাইডলাইনসমূহ সকল জলোয় পাঠানাে হয়েছে ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটেও সংরক্ষণ করা হয়েছে।
গত ৫ আগস্ট ডেঙ্গু রোগের প্রতিরোধ ও প্রতিকারে নিজ বাসভবন ও র্কমস্থলে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও র্বজ্য অপসারন বিষয়ে সাধারণ জনগণকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে সচতেন করার লক্ষ্যে ইলকেট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দদের জন্য একটি ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়াজেন করা হয়েছিল।বিশ্ব স্বাস্থ্য সংস্থার কীটতত্ত্ববিদ উক্ত অনুষ্ঠানে ডেঙ্গু রোগের বাহক এডিস মশার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিয়ে তথ্য ভিত্তিক কারিগরি বিষয়াদি উপস্থাপন করেন।
To ensure the proper management of dengue patients outside Dhaka, the Disease Control Branch of the Health Department has been provided training with the help of the Bangladesh Society of Medicine for the doctors working at the 13 Medical College and District and Sadar Hospital on 5 August. On the 7 and 8 August, dengue management training program will be held in all of the area of the remaining 51 district with the help of videoconferencing through specialist doctors. National guidelines for dengue anger management have been sent to all water bodies and stored at the Department of Health’s website.
An Orientation Program for the electronics and print media journalists was launched on August 5 to help educate the general public about accurate information about Addis mosquito breeding grounds and waste disposal at their home and workplace in the prevention and cure of dengue. Carrier of the Dengue disease Addis mosquito control the information presented is based on the technical issues. The World Health Organization’s entomologist presented information-based technical issues on the management of the Carrier of the Dengue disease Aedes mosquito for the control of dengue disease.