যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ওহাইওতে বন্দুকধারীদের পৃথক হামলায় অন্তত ৩০জন নিহত হয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১টায় টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকায় ওয়ালমার্টের একটি স্টোরে। এতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ২০জন নিহত ও ২৬জন আহত হয়। আহতদের মধ্যে ২৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ হামলাকারী সন্দেহে শেতাঙ্গ এক ব্যক্তিকে আটক করেছে। টেক্সাসের ঘটনার কয়েক ঘণ্টা পরে ওহাইওর একটি বারে একই ধরনের হামলা হয়। এতে হামলাকারীসহ নিহত হয় আরো ১০ জন। খবর এএফপি, বিবিসি ও সিএনএন এর।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো এলাকার সিয়েলো ভিস্তা শপিং মলে ওয়ালমার্টের একটি স্টোরে গোলাগুলির এই ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন এক শ্বেতাঙ্গকে আটক করা হয়েছে। টেক্সাস পুলিশ বলেছে, আটক ওই ব্যক্তি একাই এই হত্যাকাণ্ড চালিয়েছে। আটক ব্যক্তির নাম প্যাটট্রিক ক্রুসিয়াস (২১)। তিনি ডালাসের বাসিন্দা।
টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, গোলাগুলিতে ১৫-২০জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
সিএনএনের কাছে দেয়া এক বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন বলেন, ‘হতাহত মানুষের সংখ্যা পরিবর্তিত হচ্ছে। আমি মনে করছি, সংখ্যাটা আমাদের জন্য অবশ্যই বড়।’ তিনি আরো বলেন, ‘আমি যতদূর শুনেছি, নিহত মানুষের সংখ্যা ১৫ থেকে ২০ এর মধ্যেই হবে।’
টেক্সাসের পর ওহাইওর বারে গুলি : নিহত ১০
টেক্সাসে ওয়ালমার্টের বিপণিবিতানে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ওহাইও রাজ্যের অরেগন জেলার ডেটনে একটি বারের বাইরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নয়জন এবং পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত অন্তত ১৬জনকে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডেটন পুলিশের অ্যাসিসট্যান্ট চিফ লেফটেন্যান্ট কর্নেল ম্যাট কারপার।
দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে ওই বন্দুক হামলার পর পুলিশ ই-ফিফথ স্ট্রিট এবং ওয়েইন এভিনিউয়ের আশপাশের এলাকা ঘিরে ফেলে। এফবিআইর সদস্যরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। জরুরি সেবার গাড়িগুলোও সেখানে অবস্থান নেয়।
ডেটনের ই-ফিফথ স্ট্রিটে নেড পেপারস নামের একটি বারের বাইরে রাস্তায় বেশ কয়েকটি গুলির শব্দের পর আতঙ্কিত লোকজনকে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে সামাজিক যোগযোগমাধ্যমে আসা কয়েকটি ভিডিওতে। হতাহত কয়েকজনকে হাসপাতালে নিতেও দেখা গেছে। ঘটনার পরপরই ডেটনের পুলিশ এক টুইটার বার্তায় লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। পুলিশ কর্মকর্তা ম্যাট কারপার জানিয়েছেন, ঘটনার পরপরই টহল পুলিশের সদস্যরা অল্প সময়েই বন্দুকধারীকে হত্যা করে। তবে হামলাকারীর বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের নিন্দা : টেক্সাসের শপিংমলে বন্দুকধারীর হামলাকে একটি কাপুরুষোচিত কাজ আখ্যায়িত করে এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্থানীয় সময় রাতে ঘটনার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় তিনি বলেন, ‘টেক্সাসের এল পাসোর আজকের ঘটনা কেবল দুঃখজনকই নয় এটি একটি কাপুরুষোচিত কর্মকাণ্ড। দেশের সবার পাশে দাঁড়িয়ে আমি আজকের এ ঘৃণ্য কাজের জন্য নিন্দা জানাই। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘এমন কোনো কারণ বা অজুহাত নেই, যা কখনো নিরপরাধ বেসামরিকদের হত্যায় ন্যায্যতা দেয়।’
টেক্সাসের সন্দেহভাজন হামলাকারী অ্যালেন শহরের বাসিন্দা, পড়েছেন কলিন কলেজে : টেক্সাস অঙ্গরাজ্যের একটি শপিংমলে বন্দুক হামলায় সন্দেহভাজন হিসেবে আটক তরুণ প্যাট্রিক ক্রসিয়াস ডালাস এলাকার অ্যালেন শহরের বাসিন্দা। ম্যাক কিন্নি অঞ্চলের কলিন্স কলেজে পড়াশোনা করেছে সে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই হামলার উদ্দেশ্য জানতে কয়েক দিন আগে অনলাইনে পোস্ট করা একটি লেখা পর্যালোচনা করা হচ্ছে। ওই লেখাটি ক্রসিয়াসের লেখা বলে ধারণা করা হলেও সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজে কালো রঙয়ের টি শার্ট পরিহিত ওই তরুণকে অ্যাসল্ট ধরনের রাইফেল হাতে হামলা চালাতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী এল পাসো থেকে ৬৫০ মাইল পূর্বে অবস্থিত অ্যালেন শহরের বাসিন্দা। ম্যাক কিন্নির জেলা প্রেসিডেন্ট ড. নেইল ম্যাটকিন জানিয়েছেন, ২০১৭-২০১৯ সাল পর্যন্ত কলিন কলেজে পড়াশোনা করেছে ওই তরুণ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘টেক্সাসের এল পাসো শহরে আজ বন্দুক হামলার খবর শুনে আমরা খুবই দুঃখিত ও হতাশ। কলিন কলেজে ২০১৭ সালের শরৎ থেকে ২০১৯ সালের বসন্ত পর্যন্ত পড়াশোনা করেছে প্যাট্রিক ক্রসিয়াস’। তিনি জানান, এই হামলার তদন্তে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনকে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কলিন কলেজ।
এফবিআইয়ের তদন্ত শুরু : মেক্সিকো সীমান্তবর্তী টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিং মলে বন্দুকধারীর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। টেক্সাস কর্তৃপক্ষের নেতৃত্বে এই ঘটনায় সন্ত্রাসবিরোধী অভ্যন্তরীণ তদন্ত করবে এল পাসো এফবিআই।
এফবিআই সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, তদন্তের অংশ হিসাবে টেক্সাসের স্যাটেলাইট কার্যালয় থেকে বিভিন্ন উপকরণ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া হামলার সময়ে তোলা ছবি বা ভিডিও এফবিআইয়ের কাছে জমা দিতে প্রত্যক্ষদর্শীদের আহ্বান জানানো হয়েছে।