নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষ উদ্যাপন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। এআইবিএল এর এক প্রেস বিজ্ঞপ্তি হতে এ তথ্য জানা গেছে। বুধবার (১৮ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব বর্ষ উদযাপন করা হয়। মুজিব বর্ষ উদযাপন কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু।
এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মুখে পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ, প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অবস্থান নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে ১০ মিনিট ধরে মুজিব বর্ষের লোগো সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। র্যালি শেষে বোর্ড রুমে পরিচালক পর্ষদের উপস্থিতিতে ব্যাংকের চেয়ারম্যান মহোদয় কেক কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব হাফেজ মোঃ এনায়েত উল্লাহ্, মোঃ আমির উদ্দিন পিপিএম, আলহাজ্ব আব্দুল মালেক মোল্লা, আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, আলহাজ্ব ইঞ্জিঃ খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব নিয়াজ আহমেদ, আলহাজ্ব মোঃ হারুন-অর-রশীদ খাঁন, খালিদ রহিম, এম কামাল উদ্দিন চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী।
অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল করিম, এস এম জাফর, মোহাম্মদ জুবায়ের ওয়াফা, শাব্বির আহমেদ, মোঃ শফিকুর রহমানসহ প্রধান কার্যালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
প্রধান কার্যালয়ের পাশাপাশি দেশব্যাপী ব্যাংকের সকল শাখায় অনুরূপ কর্মসূচী পালন করা হয়। এছাড়া মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে ব্যাংকের প্রধান কার্যালয় এবং চট্টগ্রামের পটিয়ায় মুজিব কর্নার নির্মাণ করে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড