উল্লেখযোগ্য খবর
সম্পাদক পরিষদের বিবৃতি খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন নেই স্টাফ রিপোর্টার (১০ মিনিট আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:১৪ অপরাহ্ন mzamin facebook sharing button twitter sharing button skype sharing button telegram sharing button messenger sharing button viber sharing button whatsapp sharing button প্রবল আপত্তির মধ্যেই সম্প্রতি আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ জাতীয় সংসদে পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। এর মাধ্যমে এই আইনটি সম্পর্কে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজন এত দিন যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন, সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে। তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এ আইনে রয়েই গেছে। বুধবার পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩) স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতি করবে বলে সংশোধনের দাবি জানিয়েছিল সম্পাদক পরিষদ। এখন সাইবার নিরাপত্তা আইনে সাতটি ধারায় সাজা ও জামিনের বিষয়ে সংশোধনী আনা হয়েছে। কিন্তু অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা হয়নি, বরং তা আগের মতোই রয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ও ২৮ ধারা দুটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হওয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে ধারা দুটি বাতিলের আহ্বান করা হয়েছিল। শাস্তি কমিয়ে এই দুটি বিধান রেখে দেয়ায় এর অপপ্রয়োগ ও খেয়ালখুশিমতো ব্যবহারের সুযোগ থেকেই যাবে। বিবৃতিতে বলা হয়, আইনটি কার্যকর হলে আইনের ৪২ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি, কম্পিউটার নেটওয়ার্ক সার্ভারসহ সবকিছু জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পাবে পুলিশ। এর মাধ্যমে পুলিশকে কার্যত এক ধরনের ‘বিচারিক ক্ষমতা’ দেয়া হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞাপন আইনের চারটি ধারা জামিন অযোগ্য রাখা হয়েছে। সাইবার-সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ও কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সম্পাদক পরিষদ চায়, ডিজিটাল বা সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধের শাস্তি হোক। কিন্তু সাইবার নিরাপত্তা আইনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা সন্নিবেশিত থাকায় এই আইন কার্যকর হলে পূর্বের ন্যায় তা আবারও সাংবাদিক নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে পরিণত হবে। তাই সাইবার নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া নতুন কিছু হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে মনে করে সম্পাদক পরিষদ।

Turkish, Australian envoys present credentials to President

News Desk: Resident ambassador of Turkey and Australian High Commissioner to Bangladesh separately presented their credentials to President M Abdul Hamid at Bangabhaban on Thursday afternoon. The envoys are: Mustafa Osman Turan of Turkey and Jeremy Christopher Courtenay Bruer of Australia. Welcoming the envoys, the President hoped that the bilateral relations with the countries will further be expanded during their respective assignments here, President’s Press Secretary Joynal Abedin told BSS after the meeting. During the meeting with the Turkish ambassador, the President described the existing excellent bilateral relation between Bangladesh and Turkey as historic and very ancient as well. The head of the state mentioned that there many similarities in culture and heritages in many aspects between the two countries. “The existing bilateral relation between the countries would be strengthened gradually,” he added. Referring to the Rohingya problem in Bangladesh, the President expressed his gratitude to the Turkish government to provide supports in this connection. President Hamid also invited Turkish President to attend the upcoming D-8 summit scheduled to be held in Dhaka. “There is enormous scope of exploring the commerce and investment potentials between the two countries but this is yet to reflect in reality”, the President said, asking the new ambassadors to work on it being an initiator.

Resident ambassador of Turkey to Bangladesh Mustafa Osman Turan presented his credentials to President M Abdul Hamid at Bangabhaban on Thursday afternoon.  

The ambassador said Turkey always gives priority to the bilateral relation with Bangladesh. He would take all necessary steps to enhance the trade and investment between Bangladesh and Turkey in the days to come. Meanwhile, during the meeting with Australian high commissioner, Abdul Hamid said Australia is one of the development partners of Bangladesh. President Hamid thanked the Australian government and its people to provide all-out support to different development sectors in Bangladesh. He specially expressed his thanks to the Australian government to allow Bangladeshi goods as duty-free and quota-free access to their country, which helped increase bilateral commerce relations between Bangladesh and Australia. The President hoped that this bilateral tie would enhance in coming days. Terming the existing Rohingya problem as a big one, the President expressed optimism that Australia would help create conducive environment in the Rakhine State for their (Rohingyas) safe, secure and dignified repatriation. The high commissioner said that his country always gives priority to maintain good bilateral relation with Bangladesh and his country’s cooperation would continue to enhance bilateral tie during his assignment here. Both the envoys sought cooperation from the President during their respective assignments in Bangladesh and the President assured them of providing all sorts of cooperation from his side. Secretaries concerned to the President and high officials of the Foreign Ministry were present. Earlier, on their arrivals at Bangabhaban, a smartly turned-out contingent of the horse-mounted President Guard Regiment (PGR) gave the envoys guards of honour as part of the ceremony.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *