নামাজ-রোজা করে, মুসলমান হয়েও যে ১৭ শ্রেণীর লোক জান্নাতে যেতে পারবেনা, তারা নিম্নরূপ:
১. হারাম খাদ্য গ্রহণকারী। ২. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। ৩. প্রতিবেশীকে কষ্ট দেয় যে। ৪. পিতামাতার অবাধ্য সন্তান। ৫. উগ্রমেজাজী, গোঁয়ার; সবাইকে দমিয়ে রাখতে চায় যে। ৬. প্রজা বা AvÁvaxbঅধীনস্থদের ধোঁকা দেয় যে শাসক। ৭. অন্যের সম্পদ আত্মসাৎকারী। ৮. উপকার করে খোঁটাদানকারী ব্যক্তি। ৯. চোগলখোর ব্যক্তি। ১০. অন্যকে পিতৃ পরিচয় দানকারী। ১১.গর্ব ও অহংকার যে ব্যক্তি। ১২. রাসূল (সঃ)কে অনুসরণ করেনা যে। ১৩. অকারণে তালাক চায় যে স্ত্রী/নারী। ১৪. দুনিয়াবী উদ্দেশ্যে জ্ঞান অর্জন করে যে। ১৫. চুলে/দাড়িতে কালো কলপ দেয় যে। ১৬. রিয়াকারী অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে ভাল কাজ করে যে। ১৭. ওয়ারিশকে বঞ্চিতকারী অভিভাবক।
আল্লাহ সুবহানাহু তায়া’লা আমাদেরকে এসব খারাপ কাজ থেকে বিরত রাখুন, আমীন।