ড. আবুল কালাম আজাদঃ ‘নামায পড়ে ফেলি’ কথাটা মারাত্মক ভুল। নামায আর সালাত আসলে এক জিনিস নয়।
সালাত পড়ার বিষয় নয়, দাড় করানো বা প্রতিষ্ঠার বিষয়। সালাত ফেলার বিষয় নয়, আত্মস্থ ও হৃদয়ঙ্গম করার বিষয়। যারা ‘নামায পড়ে ফেলেন’ তারা নামাযের বরকত, ফজিলত ও প্রভাব থেকে মাহরূম হন, আর সালাত যারা ইক্বামত করেন, তারা ফরজ পালন করেন ও এর যাবতীয় মজা উপভোগ করতে পারেন। তাই আসুন বলি – ‘ইক্বামাতুস সালাহ’ করি।