Poem এবং Poetry সাহিত্যের অন্যতম প্রধান অংশ। শাব্দিক দিক দিয়ে এটি একটির অন্যটির সমার্থক হলে পারিভাষিক দিক দিয়ে এ দুটির মধ্যে সামান্য পার্থক্য বিদ্যমান। POEM হচ্ছে কবিতা আর POETRY হচ্ছে একধরনের বিশেষ কবিতা। সাধারণত Poem বলা হয় যেটিতে কবির আবেগ, অনুভুতি,হাতাশা, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ পায়।POEM টি ছন্দবদ্ধ হতে পারে, আবার ছন্দহীন ও হতে পারে। আর একটি poem এর বিষয়বস্তু সাধারণত কোন ঐতিহাসিক ঘটনা/সাধারণ ঘটনা, নাটকীয় কোন কিছু, বা কোন কিছুর বর্ননা হতে পারে। একটি POEM একাধারে সহজ অথবা কঠিন ভাষায় ও লিখা হতে পারে।
অপর দিকে PETRY হচ্ছে এমন কবিতা যেটাতে metaphor, simile, alliteration, onomatopoeia, and simble ইত্যাদি ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়। এটি সাধারণত ছন্দ বদ্ধ হয়ে থাকে।এটি কাব্যনাটক, গদ্য কাব্য, গীত কবিতা ইত্যাদিতে রচনা করা যেতে পারে পদ্যের ভাষা আরও POEM এর তুলনায় সহজ ও সাবলীল হলেও এর অন্তর্নিহিত অর্থ ব্যাপক।