বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৫৯ মিনিটে তিনি পৃথিবীর বুকে ফিরে আসেন। মহাশূন্যে উঠার পর হাজ্জা আল-মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কাবা শরিফ, মসজিদ আল-হারামসহ পবিত্র মক্কা নগরীর একটি সুন্দর ছবি তোলেন।
মার্কিন মহাকাশ সংস্থা নাসার ঘোষণা অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ৫৭ মিনিটে কাজাখস্তানের বাইকনুর কসমোড্রোম থেকে ‘সবুজ এমএস ১৫’- এর মাধ্যমে আল-কোরআনের একটি কপি বুকে নিয়ে মহাকাশে যাত্রা শুরু করেন তিনি।