দুই মাস বন্ধ থাকার পর পর্যটকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে জম্মু-কাশ্মীরে। আগামী ১০ অক্টোবর থেকে আর থাকছে না এ নিষেধাজ্ঞা। সোমবার (৭ অক্টোবর) ওই এলাকার গভর্নর শ্রী সত্য পাল মালিক উপদেষ্টা এবং মুখ্যসচিবদের সঙ্গে পরিস্থিতি ও সুরক্ষা পর্যালোচনা সভায় এ ঘোষণা দেন।
জম্মু ও কাশ্মীর প্রশাসনের তথ্য বিভাগ এক টুইট বার্তায় জানিয়েছে, প্রায় দুই মাস ধরে জম্মু-কাশ্মীরে যেতে পর্যটকদের ওপর যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, তা গভর্নরের নির্দেশে ১০ অক্টোবর থেকে তুলে দেয়া হবে।
এর আগে ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে রাজ্যটিকে কেন্দ্রশাসিত দু’টি অঞ্চলে ভাগ করার ঘোষণা দেয়। এর প্রতিবাদে সেখানে আন্দোলন চলছে।