নিরব নিথর নিঝুম গাঁ নেই
খটাখট মাকুর ঘাও,
বাবুরহাটের গামছা এনে
বিক্রি করে মাঠুর ছাও।
বাপের বেটা নাটের গুরু
মেঘ ডাকলে কাঁপন শুরু,
টাঙ্গন নদীর তীরঘেঁষা গাঁ
বাস করতো ঠাকুরদাও।
তার বিয়েতে ঘটক ছিল
চন্দরিয়ার পাকুর মাও।
থাকি এখন ঢাকা শহর
পেশায় আমি সাংবাদিক,
চোর ডাকুদের খবর ছাপি
দুর্মুখে কয় সাংঘাতিক।
গিলাবাড়ি গ্রামের নাম
ওটাই আমার জন্মধাম;
উপজেলা পীরগঞ্জ ও
জেলা এখন ঠাকুরগাঁও।
নানা ছিল ভুটান দেশের
গাঁর নামটা বাপুরধাঁও।
মাতা আমার পার্বতী রায়
পিতার নাম শান্তরাম,
ক্ষেতখামারে করতে কাম
ঝরতো মাথার ঘাম।
দাদার নামটা ভুতেশ্বর
নানায় ছিল ক্ষীরেশ্বর;
নানি আমার রাসভারি খুব
মুখে ছিল স্বল্প রাও,
গাঁর মাতবর ত্রস্ত ভীষণ
দেখে ওর হাতের দাও।