ওয়াকফ প্রতিষ্ঠান হামদর্দের ও গণসংযোগ বিভাগের পরিচালক কাজী মনসুর-উল হককে বরখাস্ত করা হয়েছে। সুনাম ক্ষুণেœর চেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার রিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। হামদর্দ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামদর্দের পরিচালক কাজী মনসুর-উল হকের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক নিয়মশৃঙ্খলা ভঙ্গ করা, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণসহ সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ আনা হয়। গত ১৪ জুলাই এ বিষয়ে তার কৈফিয়ত তলব করা হলে তিনি এর সদুত্তর দিতে পারেননি। পরে গত ১৮ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল (অব) জহিরুল আলম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টে কাজী মনসুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। ১৯ অক্টোবর হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজের সভায় সর্বসম্মতভাবে তাকে হামদর্দ থেকে বরখাস্ত করা হয়।