লন্ডনে আল-কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে অষ্টমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ইসলামী বই মেলা। এবারের বইমেলায়েও ঢাকা ও কলকাতার নামিদামি লেখকের ইসলামী বইসহ কুরআনের তাফসীর, হাদীসসহ বিভিন্ন বইয়ের বিশাল সমারোহ থাকবে।
ইস্ট লন্ডন মসজিদের লন্ডন মুসলিম সেন্টারের প্রধান হলে আগামী ২৩ নভেম্বর শনিবার থেকে শুরু হবে এই বই মেলা। চলবে ২৪ ২৫ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত এই মেলায় বই বিক্রি ও প্রদর্শন চলবে।
বই মেলাকে সফল করতে এবং মেলা সম্পর্কে মানুষের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সম্প্রতি লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মেলা কর্তৃপক্ষ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আল কুরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান ডঃ হাফিজ মুনির উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বই মেলায়েও ঢাকা ও কলকাতার জনপ্রিয় লেখক সাহিত্যিকসহ স্থানীয় শিশু-কিশোর, নারী-পুরুষ লেখক, সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। আয়োজকরা জানান, বিগত ৭ বছর এই ইসলামিক বই মেলা থেকে ৭০ হাজারের বেশি বই বিক্রি হয়েছে।
আয়োজকরা বলেন, বিগত বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, ইসলামি বইয়ের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
মেলায় ক্রেতাদের জন্য স্টলগুলোত থাকছে বিশেষ ছাড়। এছাড়া ছোটদের জন্য থাকবে বাংলার পাশাপাশি ইংরেজিতে লেখা বই। এছাড়া থাকবে সাহিত্য আড্ডা, কবিতা পাঠের আসর, ইসলামী ক্যালিগ্রাফি কর্ণার। আর তাই মেলায় স্বপরিবারে আসার আহবান জানিয়েছেন তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লন্ডনের বাংলাদেশি কমিউনিটির কে এম আবু তাহের চৌধুরী, আব্দুল লতিফসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Islamic Book Fair in London at November 23-25
UK Correspondent
The three-day long Islamic book fair is going to be held for the eighth time under the initiative of Al-Quran Academy in London. This year’s book fair will also feature a huge celebration of various books including the Quranic Tafsir, Hadith, and Islamic books by the Famous writers of Dhaka and Kolkata.
The book fair will begin November 23 on Saturday at the head Hall of the London Muslim Center in East London Mosque. It will continue till the 25th November. Every day from 10 am to 7 pm, the book will be sold and displayed.
The fair authorities recently organized a press conference at the London Bangla Press Club in order to make the book fair a success and to raise people’s interest in the fair. Dr. Hafiz Munir Uddin, chairman of Al-Quran Academy London, read the written statement.
It was informed at the press conference that this year’s book fair will also be attended by prominent writers from Dhaka and Kolkata as well as local children, teenagers, men and women writers and journalists. Organizers say more than 70,000 books have been sold from this Islamic book fair in the last 7 years.
The organizers said that the experience of past years has shown that people’s interest in Islamic books is increasing day by day.
There are special discounts at the stalls for the fair buyers. Besides, there will be books written in English for the children as well as in Bangla. There will also be literary chat, poetry recitation room, Islamic calligraphy corner. And so they have called for the family to come to the fair. Duting this time KM Abu Taher Chowdhury, Abdul Latif and prominent members of the Bangladeshi community of London attended the press conference.