বাড়ি, প্লট বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে প্রকল্প এলাকা ঘুরে ঘুরে দেখার যে ঝক্কি, তা অনেকটাই লাঘব হতে যাচ্ছে। স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে বিস্তারিত দেখে, বুঝে কেনার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আবারও এসে গেছে। প্রথম আলো দেশে দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে অনলাইন আবাসন মেলার। এ মেলা দেখতে আপনাকে কোথাও যেতে হবে না। শুধু www.abashonmela.pro —এই ঠিকানায় ঢুঁ মারলেই চলবে। এখানে পাওয়া যাবে জমি, বাড়ি ও ফ্ল্যাটের বিশাল সমাহার
এ বছরের জানুয়ারিতেই হয়েছিল দেশের ইতিহাসে প্রথমবারের মতো অনলাইন আবাসন মেলা। কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ডিবিএল সিরামিকস–প্রথম আলো ডট কম অনলাইন আবাসন মেলা। ‘ঘরে বসেই ঘর খুঁজুন’ শিরোনামের এই মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষস্থানীয় ৬২টি আবাসনপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও বগুড়ার নানা আবাসন প্রকল্প এই মেলায় থাকছে। দেশের বিভিন্ন স্থানের ৮ হাজার ২২৫টি ফ্ল্যাট, ৪ লাখ ৭০ হাজার কাঠা জমি, ১৭ লাখ বর্গফুট বাণিজ্যিক স্পেস থাকছে বিক্রির জন্য।
১৯ থেকে শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। মেলায় আগ্রহী ব্যক্তিরা প্রকল্পগুলোর বিস্তারিত দেখতে পারবেন। চাইলে অনলাইনেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া ওয়েবসাইটে গেলে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সরাসরি চ্যাট করে তথ্য জেনে নেওয়া যাবে।