প্রেস বিজ্ঞপ্তি: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে সরারচর, বাজিতপুর, কিশোরগঞ্জ এ শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। বুধবার ১১ সেপ্টেম্বর, ২০১৯, প্রধান অতিথি হিসেবে এই ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, শেয়ারহোল্ডার মোহাম্মদ আলী চৌধুরী, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছারওয়ার আলম। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মুখতার হোসেন, সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মোহাম্মদ মোস্তাহাক, ব্যাংকের ভৈরব শাখা ব্যবস্থাপক মো. ইলিযাস উদ্দিন, সরারচর স্পেশাল ব্রাঞ্চের ইনচার্জ এস এম সাগর আহমেদ, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপস ‘‘প্লানেট’’।