প্রেস বিজ্ঞপ্তি: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশকে ২০১৮ সালের সেরা ইন্টারন্যাশনাল ব্যাংক এবং সেরা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাংকের স্বীকৃতি দিয়েছে ফিন্যান্স এশিয়া। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় ব্যাংকের পক্ষ থেকে সম্প্রতি হংকংয়ে অনুষ্ঠিত ফিন্যান্স এশিয়া ২০১৯ কান্ট্রি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, দশমবারের মতো ফিন্যান্স এশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে বাংলাদেশের বেস্ট ইন্টারন্যাশনাল ব্যাংকের স্বীকৃতি প্রমাণ করে গ্রাহক, নিয়ন্ত্রক, স্টেকহোল্ডার ও কমিউনিটির সঙ্গে আমাদের সম্পর্ক কতটা শক্তিশালী।
ফিন্যান্স এশিয়া এশিয়ার অর্থ, বিনিয়োগ ব্যাংকিং, অর্থনৈতিক ও পুঁজিবাজারের সংবাদের সবচেয়ে বিশ্বাসযোগ্য উৎস বলে মনে করা হয়। ১৯৯৬ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর তারা এ পুরস্কার দিয়ে থাকে।