আসন্ন ঈদ-উল ফিতরে দেশের পুঁজিবাজার ৯দিন বন্ধ থাকবে। সপ্তাহের শেষ কার্যদিবস ২৩ মে, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আসন্ন ঈদে ৪ থেকে ৮ জুন পর্যন্ত সরকারি ছুটি। এর আগে ২ জুন শবে কদরের কারণে ছুটি। তার আগের ৩১ মে ও ১ জুন শুক্রবার ও শনিবার হওয়ায় সরকারি বন্ধ থাকবে। স্বাভাবিকভাবে সরকারি বন্ধের সঙ্গে ওইসব দিনগুলো শেয়ারবাজারও বন্ধ থাকে। এরমধ্যে শুধুমাত্র ৩ জুন সরকারি ছুটি নেই। তবে ডিএসইর পর্ষদ ৩ জুন পুঁঁজিবাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরমাধ্যমে টানা ৯ দিন বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেন।
ছুটি শেষ হওয়ার পর অর্থাৎ আগামী ৯ জুন থেকে স্বাভাবিক নিয়মে চলবে ডিএসইর লেনদেন। বর্তমানে রমজান উপলক্ষে লেনদেন সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে। আর অফিস সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলে। ঈদের পর লেনদেন সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। আর অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।