চট্টগ্রাম ক্লাবে দোয়া ও ইফতার মাহফিলে পিএইচপি গ্র“পের চেয়ারম্যান সুফি মোঃ মিজানুর রহমান
রমজান আহমেদ রঞ্জু, চট্টগ্রাম প্রতিনিধিঃ বিদ্বান ব্যক্তিবর্গ যদি লোভী হয়, ব্যবসায়ীরা অসাধু হয় তবে দেশ পিছিয়ে যায় বলে মন্তব্য করেছেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। গতকাল চট্টগ্রাম ক্লাবে সীতাকুণ্ড সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে। লাখো শহীদ, মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা। বুকের তাজা রক্তের বিনিময়ে এ দেশ। নয় মাসে স্বাধীনতা অর্জন করেছি আমরা। আমরা বাঙালি। বীরের জাতি। স্বাধীনের আগে দেশে দুর্ভিক্ষ হতো। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের রিজার্ভ বেড়েছে। জীবনমান উন্নত হয়েছে। মাথাপিছু আয় বেড়েছে। এদেশকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলে স্বাধীনতা অর্থবহ হবে। এ সোনার বাংলা হীরার বাংলায় পরিণত হবে। হাদিসের উদ্ধৃতি দিয়ে সুফি মিজান বলেন, দুইজন মানুষের দেখা হলে সালাম দেওয়া সুন্নত। যিনি সম্মানিত তিনি আগে সালাম দেওয়া নবীজীর শিক্ষা। বাস্তব জীবনে সালামের গুরুত্ব অনস্বীকার্য। তিনি বলেন, সীতাকুণ্ড দেশের সর্ববৃহৎ শিল্পাঞ্চল। চট্টগ্রামে ৮০টি জাহাজভাঙা শিল্পসহ প্রচুর বড় বড় কারখানা আছে। সব শিল্প কারখানা সীতাকুণ্ড সমিতির জাকাত ফান্ডে জাকাত দিলে সীতাকুণ্ডে অভাবী থাকবে না। আমি এ ফান্ডে গতবার ১০ লাখ টাকা দিয়েছি, এবার ১১ লাখ টাকা দেব। সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মো. আবুল মনছুর ভূঁঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মানিকের সঞ্চালনায় আলোচনা করেন পুলিশ কর্মকর্তা মো. মুসলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, সমিতির জাকাত কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী, সদস্যসচিব মো. সানাউলাহ, বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ লিটন, মো. ইউসুফ, সফিউল আলম, মোহাম্মদ জাহাঙ্গীর, খোরশেদ আলম, ফোরকান আবু, শফিউল আলম চৌধুরী মুরাদ, দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট ভবতোষ নাথ, মোস্তফা কামাল চৌধুরী, দিদারুল কবির প্রমুখ। বক্তারা বলেন, সমাজের দরিদ্রদের ভাগ্য বদলানোর জন্য জাকাতের গুরুত্ব অনস্বীকার্য। জাকাতের অর্থে দরিদ্র মানুষকে পুনর্বাসনের মধ্য দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব। সীতাকুণ্ডে শিল্পাঞ্চল গড়ার জন্য সীতাকুণ্ডের মানুষ অনেক ত্যাগ স্বীকার করেছে। সীতাকুণ্ডের মানুষ স্থানীয় শিল্পকারখানায় ৫০ ভাগ চাকরি চাই। মোবাইলঃ ০১৬২০-৮৪৯৬০১