হিমালয় ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তীত তারিখ অনুযায়ী কোম্পানিটির ৩৪তম এজিএম আগামী ২৭ জুনের পরিবর্তে ২৫ জুলাই বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাববছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। সুপারিশকৃত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ২৫ জুলাই বেলা সাড়ে ১১টায় ঢাকা লেডিস ক্লাবে (ইস্কাটন গার্ডেন রোড) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় এক টাকা চার পয়সা এবং ৩১ ডিসম্বেরে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়ায় ১৯ টাকা ৬৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল যথাক্রমে এক টাকা ১০ পয়সা ও ১৯ টাকা ৭৬ পয়সা। কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫৪ কোটি দুই লাখ ৭০ হাজার টাকা। সূত্র: ডিএসই।