মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি ছয়টি পদে মোট ৫৮৫ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি আজ রোববার প্রথম আলোর ১৩ নম্বর পাতায় ছাপা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে ফায়ার ইন্সপেক্টর পদে ১৯ জন, ফায়ার সুপারভাইজার পদে ৩৬ জন, ফায়ারম্যান পদে ১৬৪ জন এবং সিকিউরিটি ব্রাঞ্চে নিরাপত্তা ইন্সপেক্টর পদে ২৬ জন, নিরাপত্তা সুপারভাইজার পদে ২৬ জন ও নিরাপত্তা গার্ড পদে ৩১৪ জন নিয়োগ দেওয়া হবে। ফায়ার অ্যান্ড সেফটি ও সিকিউরিটি ব্রাঞ্চের জন্য আবেদন করা যাবে ১২ মে থেকে ২৯ আগস্ট পর্যন্ত। উপস্থিত হতে হবে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। শুক্রবার ও অন্যান্য ছুটির দিন বাদে প্রতিদিন সাক্ষাৎকার নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া: সব পদে আবেদনের জন্য আবেদনকারীকে তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি করপোরেশনের চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র, ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (বাধ্যতামূলক), জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ শুক্রবার ও ছুটির দিন বাদে যেকোনো দিন সিকিউরিটি ব্রাঞ্চ হেড কোয়ার্টার (সুগার সাইট), মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়নগঞ্জ এই ঠিকানায় নিজে উপস্থিত হয়ে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে সামরিক বাহিনীর চাকরি অবসানের প্রত্যয়নপত্র সঙ্গে আনতে হবে। তবে যেকোনো কারণে সামরিক বাহিনী থেকে বরখাস্ত সদস্যদের আবেদন বা যোগাযোগ করার প্রয়োজন নেই।
নিয়মিত বেতনের পাশাপাশি নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নিয়মানুযায়ী ওয়েলফেয়ার ফান্ড সুবিধা, উৎসব ভাতা, মাসিক চার দিন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, প্রতি মাসের নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন প্রদান, কার্যক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা, বিনা মূল্যে বাসস্থান, স্বল্পমূল্যে আহার ও গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
বিস্তারিত জানতে যোগাযোগ: চিফ লিয়াজোঁ অফিসার, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মেঘনাঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ