প্রেস বিজ্ঞপ্তি: পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে, আন্তর্জাতিক মান্সম্মত নতুন প্রযুক্তির ইলেক্ট্রিক্যাল পণ্য ক্রেতাদের নিকট পৌঁছে দেয়ার লক্ষে সুপার স্টার গ্রুপ বাজারে নিয়ে এলো নতুন ব্রান্ড “অরলি”। “অরলি” ব্রান্ড দামে সাশ্রয়, পরিবেশ বান্ধব, দীর্ঘস্থায়ী এবং সাথে রয়েছে এক বছরের রিপ্লেস্মেনট ওয়ারানটি।
এ উপলক্ষে কোম্পানির হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মাদ ইব্রাহিম “অরলি” ব্রান্ড সুপার স্টার গ্রুপকে আরও বেশি বাজার সম্প্রসারণে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন। উক্ত অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ সহ অনন্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।