রূপায়ণ সিটি উত্তরায় জ্বালানি চাহিদা মেটাতে স্টোরেজ ট্যাংক স্থাপনের মাধ্যমে এলপি (তরলীকৃত পেট্রোলিয়াম) গ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড। এ নিয়ে সম্প্রতি বসুন্ধরা হেডকোয়ার্টার-২-এ দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এবং রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ সিটি উত্তরার গ্রুপ সিইও কেএম আলী এবং জেনারেল ম্যানেজার শওকত আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের মানবসম্পদ প্রধান শেখ এহসান রেজা, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জেডএম আহমেদ প্রিন্স, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স মাহবুব আলম এবং হেড অব মার্কেটিং এমএম জসীম উদ্দীন। বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন জিএম সেলস জাকারিয়া জালাল। বিজ্ঞপ্তি