বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি, ঢাকা বারের সাবেক সভাপতি ও বার কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. গওহর আলী খান (জি.এ খান) গত ৬ মে, ২০১৯ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী। নেতৃবৃন্দ বলেন, আজীবন মুসলিম জাতিসত্তার এক অগ্রণী সৈনিক জি.এ খান আজীবন জনকল্যাণমুখী রাজনীতি করে গেছেন। রাজনীতি, আইন-পেশার পাশাপাশি তিনি ছিলেন একজন নীরব সমাজসেবক। সক্ষমতা কালীন সময়ে সলিমুল্লাহ মুসলিম এতিমখানা ও আঞ্জুমান-এ-মফিদুল ইসলামের মত অলাভজনক সংগঠন পরিচালনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী হিসাবে সিলেট-৩ থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। একজন বিতর্কমুক্ত, পরিশীলিত ও উদার মনের মানুষ এ্যাড. জি.এ খানের মৃত্যু দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাকে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি