প্রেস বিজ্ঞপ্তি: ঈদকে ঘিরে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু’র লবিতে প্রথমবারের মত ছেলেদের জন্য আয়োজিত ‘ম্যানজ ঈদ ফষ্ট’ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে তিন দিনের এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আয়োজক এমঅ্যান্ডএম বিজনেস মিউনিকেশনের প্রতিষ্ঠাতা মানজুমা মোরশেদ। উপস্থিত ছিলেন রেডিসন ব্লু’র মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ডস, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো: গিয়াস উদ্দিন, পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যান সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ সেলিম।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, নগরীতে প্রথম ছেলেদের জন্য ঈদ বাজারের আয়োজন সত্যিই ব্যতিক্রমী উদ্যোগ। আয়োজকরা প্রশংসা পাওয়ার দাবীদার। এই ধরণের আয়োজন উদ্যোক্তাদের মধ্যে সুস্থ ধারার প্রতিযোগিতার মাধ্যমে পন্যের গুনগত মান বাড়াবে। নগরবাসীকে ‘ম্যানজ ঈদ ফষ্ট’ ঘুরে যেতে উদাত্ত আহবান জানান মেয়র নাছির উদ্দিন।
ঈদে ছেলেদের কেনাকাটার কথা বিবেচনা করে মেনস ঈদ ফিয়েস্তাতে ছেলেদের পাঞ্জাবি, জুতা,স্যান্ডেল, কাশ্মীরী পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট সহ দেশী বিদেশি নানান ব্যান্ডের নানান পন্যের ব্যাপক সমাহার বসেছে। মেলা শেষ হবে আগামী ১১ মে রাত ১০টায়। প্রতিদিন মেলা সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত সকল ক্রেতা ও দর্শনার্থী জন্য উন্মুক্ত থাকবে।
ক্যাপশন : হোটেল রেডিসন ব্লুতে ৩দিন ব্যাপী ‘ম্যানজ ঈদ ফষ্ট’ উদ্বোধন করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন
এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা মানজুমা মোরশেদ বলেন, রেডিসনের ঈদ বাজার এ জনপদের সবচেয়ে বড় ঈদ ফ্যাশন প্রদর্শনী। চট্টগ্রামের যেহেতু দেশের বাণিজ্যিক রাজধানী তাই নতুন নতুন ফ্যাশন ও ট্র্রেন্ডসকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে কোয়ালিটি ব্রান্ডগুলো উপস্থাপন করা হচ্ছে ফ্যাশনপ্রেমীদের জন্য। এছাড়াও মাসব্যাপী রয়েছে ইদ আয়োজন। ১৬-১৮ মে গ্র্যান্ড ঈদ এক্সিবিশন। ২৩-২৫ ঈদ স্পেশাল সেল। ২৭-২৮ মে হ্যান্ডিক্রাফট শো। ৩০-৩১ মে মেক-আপ অ্যান্ড জুয়েলারি শো। আগামী ৩ ও ৪ জুন চাঁদ রাত সেলিব্রেশন।
বার্তা প্রেরক
কাওছার আজাদ খান
এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন
০১৮১৫৪৭৬৪৭৩