প্রেস রিলিজ, রাজশাহী: লেখাপাঠ, গান এবং তথ্যসমৃদ্ধ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে রাজশাহী পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে অনুষ্ঠিত হলো পরিচয় সংস্কৃতি সংসদের ১৭৫তম মাসিক সাহিত্য আসর। পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন এ্যালবাম সম্পাদক কবি মনজু রহমান, নির্ঝর সম্পাদক কবি জাইদুর রহমান, কবি ও প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু, নব্বইয়ের অন্যতম কবি সায়ীদ আবুবকর, অক্ষর সম্পাদক কবি মুকুল কেশরী, ছড়াকার অভি ম-ল, কবি জুবাইদা পারভীন লিপি প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচয় সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক গল্পকার মাতিউর রাহমান।
আসরে উপজীব্য পঙক্তি ছিলো কবি আল মাহমুদ’র বিখ্যাত নোলক কবিতার দুটি চরণÑ ‘এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাবো না।’ পঠিত লেখার উপর আলোচনা করতে গিয়ে বক্তাগণ বলেন, সাহিত্য করতে হলে লেখাপড়ায় নিবেদিত হতে হবে। লিখতে হলে পড়তে হবে অনেক বেশি। সাহিত্য তাড়াহুড়ার বিষয় নয়। রাতারাতি বিখ্যাত হওয়ার কোন রাস্তা এখানে নেই। এখানে সাধনা দ্বারাই সামনে এগিয়ে যেতে হবে। ছন্দ, অলঙ্কার, উপমা উৎপ্রেক্ষার সাথে সমকালকে ধারণ করা একজন ভালো লেখকের বৈশিষ্ট্য। সে বৈশিষ্ট্যকে ধারণ করেই আমাদের সাহিত্যের পথে হাঁটতে হবে। কবি জসিমউদ্দিন বিজয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ স্বরচিত লেখাপাঠ করেন কবি আমিন মোহাম্মদ, রফিক আযম, খন্দকার নাসির উদ্দীন, ফারহানা শরমিন জেনি, তৌহিদ সরকার, নাহিদা আকতার নদী, সোহেল রানা জীবন, শফিকুল ইসলাম শফিক, আল মারুফ, শরীফ জামিল, ইমরান আজিম, শাহাদত হোসেন শামীম, শাহাদত শাকিল, সাইফুল্লাহ আনসারী, সোলায়মান শাওন প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন শিল্পী এনাম খান, নওশীন তাবাসসুম, রহিসুল ইসলাম প্রমূখ।