কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী ও আলীম পরীক্ষার্থী ‘নুসরাত জাহান রাফি’কে কেরোসিন দিয়ে পুড়িয়ে নির্মমভাবে হত্যাকারীদের ফাঁসির দাবিতে চাঁদপুরের কচুয়ার সামাজিক সেচ্ছাসেবী যুব সংগঠন ‘প্রাণের টানে রক্ত দান’ সংগঠনের আয়োজনে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে কচুয়া উপজেলার মেঘদাইর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ সভা করা হয়েছে।
মানববন্ধন চলাকালে আলিম পরীক্ষার্থী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাসহ দেশের চলমান খুন-ধর্ষণ, অপহরণ, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে সহ-সভাপতি ফরিদ আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মো. মহিবউল্লাহ মাহী, মেঘদাইর তাহেরীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী শিক্ষক মাহবুব আলম, মাদ্রাসা গভর্নিং বডির সাবেক সহ-সভাপতি মো. আলী আশরাফ মুন্সী, বিশিষ্ট সমাজ সেবক গিয়াস উদ্দিন পাটোয়ারী, বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল মতীন, সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন মোল্লা, ক্যাশিয়ার ডাঃ জাকির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু, ইউপি কাউন্সিলর লাকী বেগম, ব্যবসায়ী কিশোর কুমার দেব, সিরাজুল ইসলাম ও সংগঠনের সহ-সভাপতি আবুল বাশারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ছবি: কচুয়ায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি’র হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন