অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ভেঙে অনলাইন দুনিয়ায় রীতিমতো ‘নায়ক’ বনে গেছে কিশোর উইলিয়াম কনোলি (১৭)। তাকে এখন ‘এগবয়’ বা ‘ডিমবালক’ নামে ডাকছেন লোকজন। অতি ডানপন্থী সিনেটর অ্যানিং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গত শুক্রবার সন্ত্রাসী হামলার পর এক বিবৃতিতে বর্ণবাদী ও ফ্যাসিবাদী মন্তব্য করেন। প্রতিবাদে গত শনিবার মেলবোর্নের মুরাবিনে এক সংবাদ সম্মেলন চলাকালে ওই কিশোর সিনেটর অ্যানিংয়ের মাথায় একটি ডিম ভাঙেন। সঙ্গে সঙ্গে সে অ্যানিংয়ের চড়থাপ্পড় ও কিলঘুষির শিকার হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজন কিশোর কনোলিকে ‘নায়ক’ অভিহিত করছেন। তার সমর্থনে ইতিমধ্যে ইন্টারনেটে চাঁদা তোলার ক্যাম্পেইন হচ্ছে। ইতিমধ্যে তার যেকোনো আইনি ব্যয় নির্বাহ ও আরও ডিম কেনার উৎসাহ দিয়ে লোকজন ৪৪ হাজার অস্ট্রেলীয় ডলার অনুদান দিয়েছেন; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ ৩৪ হাজার টাকা। অনুদান তোলার ওয়েবসাইট থেকে বলা হয়েছে, এখান থেকে প্রাপ্ত অর্থের সিংহভাগ ক্রাইস্টচার্চ সন্ত্রাসী হামলার শিকার হতাহতদের সাহায্যে ব্যয় হবে। তবে ওয়েবসাইটটি কোনো প্রতারক চক্র চালাচ্ছে কি না, তা নিশ্চিত করা সম্ভব হয়নি।