নেপালে হেলিকপ্টার দুর্ঘটনায় পর্যটন মন্ত্রী রবীন্দ্র অধিকারীসহ নিহত হয়েছেন সাতজন। বুধবার বিকালে নেপালের তেহেরথুম জেলার পথিভারায় এ দুর্ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট। মন্ত্রীসহ নিহতদের মধ্যে রয়েছে হেলিকপ্টার চালক, একজন পর্যটক উদ্যোক্তা, যুবরাজ দাহাল, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী কে পি শর্মা এবং বীরেন্দ্র প্রসাদ শ্রেষ্ঠ।
নেপালের সিভিল এভিয়েশন অথরিটির ডেপুটি ডিরেক্টর জেনারেল প্রতাপ বাবু জানায়, এয়ার ডাইন্যাস্ট্রির ওই হেলিকপ্টারে করে পাথিভারার পাশের জেলা তেহরুমার চুহানদানদায় একটি এয়ারস্ট্রিপের সম্ভাব্যতা যাচাই করতে গিয়েছিলেন তারা। এরপর পাথিভারা মন্দিরে পূজা দিয়ে রাজধানী কাঠমান্ডু ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয়রা জানায়, পথিভারার দিকে প্রচুর তুষারপাত হচ্ছিলো। হঠাৎ একটি বিকট আওয়াজ হয় এবং সেখানে আগুনের ফুলকি দেখা যায়। পরে তারা পুলিশকে জানায়। তবে নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এই দুর্ঘটনা তুষারপাতের কারণেই ঘটেছে বল ধারণা করছে।