একুশে ফেব্রুয়ারি
উনিশশো বাহান্ন,
ভাষা আন্দোলন
ইতিহাসে অনন্য।
এমএ জিন্নাহর
বুদ্ধিভ্রম ঘটায়,
বাংলার অধিকার
ছিনাতে চায়।
লঘিষ্ঠের ভাষা
উর্দুকে চাপায়,
গরিষ্টের ভাষা
বাংলার মাথায়।
সংগ্রামী বাঙালি
প্রতিবাদ জানায়,
বাংলাকে চায়
রাষ্ট্র ভাষায়।
মায়ের ভাষাকে
রক্তের বিনিময়,
রাষ্ট্র ভাষার
মর্যাদায় উঠায়।
দু’হাজার সালে
একুশের ধারায়,
মাতৃভাষা দিবস
বিশ্ব পায়।