কুয়েত একটি ছোট আরব দেশ এবং এটি নয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত। পশ্চিম এশিয়ার এ দেশটি আরবের উত্তরাঞ্চলীয় একটি দেশ। পারস্য উপসাগরের প্রান্তে এর অবস্থান। ইরাক ও সৌদি আরবের সঙ্গে এর সীমান্ত রয়েছে। এই দেশটি স্টেট অফ কুয়েত নামেও পরিচিত। ১৯৬১ সালে ব্রিটিশের কাছে থেকে স্বাধীনতা পায় কুয়েত। কুয়েতে প্রথম তেলের খনি পওয়া যায় ১৯৩৮ সালে। দেশটিতে ১৯৪৬ থেকে ১৯৮২ সাল পর্যন্ত অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়। গত শতাব্দীর আশির দশকে ভূরাজনৈতিক অস্থিরতা শুরু হয়। শেয়ারবাজারে ধস নামায় শুরু হয় অর্থনৈতিক সংকট। ১৯৯০ সালে কুয়েত দখল করে ইরাক। আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপের পর ১৯৯১ সালে এই দখলদারিত্বের অবসান ঘটে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর অর্থনীতি এবং দেশের অবকাঠামো পুনর্গঠনে জোর তৎপরতা শুরু হয়।এখানকার জনসংখ্যা ৪০ লক্ষের আশেপাশে। এখানকার রাজধানী কুয়েত সিটি। বর্তমানে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী। বিশ্বের ষষ্ঠ বৃহৎ তেলের মজুদ রয়েছে দেশটিতে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার মধ্যে কুয়েতি দিনার অন্যতম। বিশ্বব্যাংকের হিসাবে, মাথাপিছু আয়ের দিক থেকে পঞ্চম অবস্থান তাদের। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউসের অবস্থান এই দেশটিতে। এ কারণে কুয়েতকে ‘উপসাগরের হলিউড’ হিসেবে অভিহিত করা হয়।
কুয়েতের জনসংখ্যা: কুয়েত পৃথিবীতে একমাত্র দেশ যেখানে গরমের কারণে জাতীয় দিবস পাল্টাতে হয়েছে। ১৯৬২ সাল পর্যন্ত ১ জুন জাতীয় দিবস পালন করতো। ১৯৬২ পর ২৫ ফেব্রুয়ারি জাতীয় দিবস পালন করা হয়। কুয়েতের অফিসিয়াল ভাষা আরবি। এখানকার মুদ্রার মান পৃথিবীর যেকোনো দেশের চাইতে বেশি। এখানে ভোটের মাধ্যমে পার্লামেন্ট গঠিত হয়। ২০০৫ সাল থেকে কুয়েতে মহিলাদের নির্বাচন লড়ার অধিকার সুনিশ্চিত হয়। বিশ্বে পঞ্চম সব চাইতে বড়ো তেল ভান্ডার কুয়েতের আছে।
কুয়েত সিটি: কুয়েতের ৯০% ইনকাম তেল থেকেই আসে। এখানকার মিডিয়াকে সম্পূর্ণ স্বাধিনতা দেওয়া আছে। কুয়েতে প্রাকৃতিক জল নেই। একারণে কুয়েতে অপরিশোধিত জলকে ওয়াটার ডি নাইজেশান পদ্ধতিতে পান করার উপযোগী করা হয়। কুয়েতে আজানের সময় নাচ, গান, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিষিদ্ধ। কুয়েতে ঈগল সব যায়গায় দেখা যায়। তাই এখানকার মুদ্রাতেও ঈগলের ছবি আছে। এখানকার বেশির ভাগ মানুষ কোটিপতি। কুয়েতে চাষবাস হয়না বললেই চলে। কারণ মাত্র ১% চাষ যোগ্য জমি আছে কুয়েতে। ৪২% মানুষ ইন্টারনেট ব্যবহার করে। কু্য়েতের জিডিপি ৭২০০০ ডলার। কুয়েতের রাজধানীতে ৪ লক্ষ মানুষ বসবাস করে। এখানে খুব গরম পড়ে এবং কুয়েতে সব চাইতে বেশি গরম ৫৩ ডিগ্রী সেলসিয়াস, ১২ জুলাই ২০১২ সালে রেকর্ড করা হয়।
একনজরে কুয়েত
পুরো নাম : দওলত আল কুয়েত।
রাজধানী ও সর্ববৃহৎ শহর : কুয়েত সিটি।
সরকারি ভাষা : আরবি
জাতিগোষ্ঠী : আরব (৬০%), এশীয় (৩৭.৮%), আফ্রিকান (১.৯%)।
ধর্ম : ইসলাম।
জাতীয় দিবস: ২৪ ফেব্রুয়ারি
সরকারপদ্ধতি : ইউনিটারি কনস্টিটিউশনাল মনার্কি।
আমির : সাবাহ আহমাদ আল-সাবাহ।
যুবরাজ : নাওয়াফ আহমাদ আল-সাবাহ।
আইনসভা : জাতীয় পরিষদ।
আয়তন : ১৭ হাজার ৮২০ বর্গকিলোমিটার।
জনসংখ্যা : ৪৩ লাখ ৪৮ হাজার ৩৯৫।
ঘনত্ব : প্রতি বর্গকিলোমিটারে ৫১৮.৫ জন।
জিডিপি মোট : ৩১৭.০৬৮ বিলিয়ন ডলার,
মাথাপিছু : ৭৩ হাজার ১৭ ডলার।
মুদ্রা : কুয়েতি দিনার।
জাতিসংঘে যোগদান : ১৪ মে ১৯৬৩ সাল।
গ্রন্থনা : তামান্না মিনহাজ