একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পের বই ‘ভূত বলে কিছু নেই’। ৮ ফেব্রুয়ারি প্রকাশ হওয়া বইটি প্রথম দিনেই ব্যাপক সাড়া ফেলে বলে জানিয়েছে প্রকাশনা সংস্থা শুদ্ধ প্রকাশ। অবাক করার মতো ব্যাপার যে এই বইয়ের লেখকও শিশু। বইমেলার সর্বকনিষ্ঠ এই লেখকের নাম অমর্ত্য রূপাই। রূপাই বলেন, ‘এটা আমার প্রথম বই। আজই বইমেলায় এল। অনেক বেশি ভালো লাগছে। এ ভালোলাগা বলে বোঝাতে পারব না।’
চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রূপাই পড়ছেন একটি বেসরকারি স্কুলে। ২০১৬ সাল থেকেই তিনি লেখালেখির সঙ্গে জড়িত। রূপাই বলেন, ‘মূলত গল্পই লিখি। শুধু ভূত নয়, নানা ধরনের বিষয় নিয়েই আমি গল্প লিখি। মাঝে মাঝে কবিতাও মাথায় ভর করে। তবে এখন গল্প নিয়েই ভাবছি।’ গল্প লিখতে গিয়ে পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটে না? জবাবে রূপাই বলেন, ‘না। আমি রুটিন মেপে চলি। পড়ার সময় পড়ি। আর অবসরে গল্প লিখি। বিশেষ করে বিকেল বেলায় বেশি লেখালেখি করি।’