হিমালয় ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ ও বাম সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দলের নতুন আহ্বায়ক হয়েছেন অধ্যাপক ড এএসএম মাকসুদ কামাল। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি শিক্ষক লাউঞ্জে এক সাধারণ সভায় তিনি আহ্বায়ক মনোনীত হন। সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। কমিটির দুইজন যুগ্ম আহ্বায়ক মনোনীত হয়েছেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আবু হোসেন মুহম্মদ আহসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির। অধ্যাপক মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বর্তমান ও তিনবারের নির্বাচিত সভাপতি। এছাড়াও তিনি আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন এবং মাস্টারদা’ সূর্য সেন হলের বর্তমান প্রাধ্যক্ষের দায়িত্বে নিয়োজিত আছেন।