উল্লেখযোগ্য খবর
সম্পাদক পরিষদের বিবৃতি খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন নেই স্টাফ রিপোর্টার (১০ মিনিট আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:১৪ অপরাহ্ন mzamin facebook sharing button twitter sharing button skype sharing button telegram sharing button messenger sharing button viber sharing button whatsapp sharing button প্রবল আপত্তির মধ্যেই সম্প্রতি আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ জাতীয় সংসদে পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। এর মাধ্যমে এই আইনটি সম্পর্কে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজন এত দিন যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন, সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে। তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এ আইনে রয়েই গেছে। বুধবার পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩) স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতি করবে বলে সংশোধনের দাবি জানিয়েছিল সম্পাদক পরিষদ। এখন সাইবার নিরাপত্তা আইনে সাতটি ধারায় সাজা ও জামিনের বিষয়ে সংশোধনী আনা হয়েছে। কিন্তু অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা হয়নি, বরং তা আগের মতোই রয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ও ২৮ ধারা দুটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হওয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে ধারা দুটি বাতিলের আহ্বান করা হয়েছিল। শাস্তি কমিয়ে এই দুটি বিধান রেখে দেয়ায় এর অপপ্রয়োগ ও খেয়ালখুশিমতো ব্যবহারের সুযোগ থেকেই যাবে। বিবৃতিতে বলা হয়, আইনটি কার্যকর হলে আইনের ৪২ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি, কম্পিউটার নেটওয়ার্ক সার্ভারসহ সবকিছু জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পাবে পুলিশ। এর মাধ্যমে পুলিশকে কার্যত এক ধরনের ‘বিচারিক ক্ষমতা’ দেয়া হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞাপন আইনের চারটি ধারা জামিন অযোগ্য রাখা হয়েছে। সাইবার-সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ও কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সম্পাদক পরিষদ চায়, ডিজিটাল বা সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধের শাস্তি হোক। কিন্তু সাইবার নিরাপত্তা আইনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা সন্নিবেশিত থাকায় এই আইন কার্যকর হলে পূর্বের ন্যায় তা আবারও সাংবাদিক নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে পরিণত হবে। তাই সাইবার নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া নতুন কিছু হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে মনে করে সম্পাদক পরিষদ।

বাংলাদেশে অবস্থিত বিদেশী দূতাবাস সমূহ

আফগানিস্তান
হাউজ নং-সিডব্লিউএন(সি)-২এ, রোড নং ২
গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৯৮৯৫৯৯৪, ফ্যাক্সঃ +৮৮০-২-৯৮৮৪৭৬৭
ই-মেইলঃ [email protected]
 
অস্ট্রেলিয়া
১৮৪ গুলশান এভিনিউ, গুলশান-২, ঢাকা, বাংলাদেশ
ফোনঃ +৮৮০-২-৮৮১৩১০১-৫
ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮১১১২৫
ই-মেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.bangladesh.embassy.gov.au
 
ভূটান
হাউজ নং-১২, সিইএন, রোড নং-১০৭
গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮২৬৮৬৩, ৮৮২৭১৬০
ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩৯৩৯
 
ব্রাজিল
সিম্ফনি বিল্ডিং (৫ম তলা)
ব্লক#বি(পূর্বদিক), এসই(এফ)-৯, রোড# ১৪২
গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৯৮৮৭৬৬৭, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮১৩০০০
ওয়েবসাইটঃ http://www.brazil-embassy.net/bangladesh-dhaka.html
 
ব্রুনাই দারুস সালাম
হাউজ নং-২৬, রোড-৬, বারিধারা, ঢাকা – ১২১২।
ফোনঃ +৮৮০-২-৮১১৯৫৫২, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৯৫৫১
 
কানাডা
হাউজ#১৬এ, রোড#৪৮, গুলশান-২, ঢাকা।
ফোনঃ +৮৮০-২-৯৮৮৭০৯১
ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩০৪৩, +৮৮০-২-৮৮২৬৫৮৫
ই-মেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.dfait-maeci.gc.ca/bangladesh
 
চীন
প্লট#২ও৪, রোড#৩, ব্লক#১, বারিধারা, ঢাকা, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮২৪৮৬২, ৮৮২৪১৬৪
ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩০০৪।
 
ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি
প্লট#৭, রোড#৮৪, গুলশান, ঢাকা
ফোনঃ +৮৮০-২-৮৮২৪৭৩০-২, ফ্যাক্সঃ+৮৮০-২-৮৮১৩৪৫৩
 
ডেনমার্ক
রোড#৫১, হাউজ#১, গুলশান, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮২১৭৯৯, ৮৮২২৫৯৯
ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩৬৩৮
ই-মেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.danishembassybd.com
 
মিশর
হাউজ#৯, রোড#৯০, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮৫৮৭৩৭-৯, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮৫৮৭৪৭
ই-মেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.mfa.gov.eg/dhaka_emb
 
ফ্রান্স
রোড-১০৮, হাউজ-১৮, গুলশান, ঢাকা-১২১২।
ফোনঃ +৮৮০-২-৮৮১৩৮১১-৪
ওয়েবসাইটঃ www.ambafrance-bd.org
 
জার্মানী
১৭৮, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮৫৩৫২১-৪
ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮৫৩৫২৮
ই-মেইলঃ [email protected]
ওয়েবসাইটঃ www.dhaka.diplo.de
 
হলি সি (ভ্যাটিকান)
ইউনাইটেড নেশনস্ রোড#২
বারিধারা দূতাবাস এলাকা, গুলশান, ঢাকা – ১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮২২০১৮, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩৫৭৪
 
ইন্দোনেশিয়া
প্লট#১৪, রোড#৫৩, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮১২২৬০, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৫৩৯১
 
ইরাক
হাউজ#১৬, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা।
ফোনঃ +৮৮০-২-৯৮৮৬৬৩২, ফ্যাক্সঃ ৯৮৮৬৬৩৯
ওয়েবসাইটঃ www.mofamission.gov.iq/bgd
ইরান
হাউজ#৭, রোড#৬, বারিধারা, ঢাকা – ১২১২।
ফোনঃ +৮৮০-২-৮৮২৫৮৯৬, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৮৭৮০
 
ইটালী
হাউজ#২ ও ৩, রোড # ৭৮/৭৯, গুলশান মডেল টাউন, ঢাকা।
ফোনঃ +৮৮০-২-৮৮২২৭৮১-৩, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২২৫৭৮।
 
জাপান
হাউজ # ৫ ও ৭, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৮৮১০০৮৭, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৬৭৩৭।
 
লিবিয়া
হাউজ#১৪, রোড # ১, বারিধারা, ঢাকা।
ফোনঃ +৮৮০-২-৯৮৯৫৮০৮, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩৪১৭
 
মালয়েশিয়া
প্লট নং -১, ইউনাইটেড নেশনস্ রোড, বারিধারা, ঢাকা।
ফোনঃ +৮৮০-২-৮৮২৭৭৫৯, ফ্যাক্সঃ +৮৮০-২-৮৮২৩১১৫
 
মিয়ানমার
বাড়ি # এনই(এল)#৩, রোড # ৮৪, গুলশান – ২, ঢাকা।
ফোন: +৮৮০-২-৯৮৯৬৩৭৩, ফ্যাক্স : +৮৮০-২-৮৮২৩৭৪০
মরক্কো
বাড়ি # ৪৪, ইউনাইটেড নেশনস্ রোড, বারিধারা, ঢাকা।
ফোন : +৮৮০-২-৮৮২৩১৭৬, ফ্যাক্স: +৮৮০-২-৮৮১০০২৮।
নেপাল ইউনাইটেড নেশনস
বাড়ি # ২, বারিধারা দূতাবাস এলাকা, ঢাকা।
ফোন: +৮৮০-২-৯৮৯২৪৯০, ফ্যাক্স : +৮৮০-২-৮৮২৬৪০১।
নেদারল্যান্ডস 
বাড়ি #৪৯, রোড#৯০, গুলশান, ঢাকা।
ফোন: +৮৮০-২-৮৮২২৭১৫-৮, ফ্যাক্স: +৮৮০-২-৮৮২৩৩২৬।
নরওয়ে
বাড়ি # ৯, রোড # ১১১, গুলশান, ঢাকা।
ফোন: +৮৮০-২-৮৮২৩০৬৫, ফ্যাক্স: +৮৮০-২-৮৮২৩৬৬১।
পাকিস্তান
বাড়ি # এনই(সি)#ে ২, রোড # ৭১, গুলশান এভিনিউ, ঢাকা।
ফোন : +৮৮০-২-৮৮২৫৩৮৭, ফ্যাক্স : ৮৮২৩৬৭৭।
প্যালেস্টাইন
প্লট # ১, ব্লক # কে, দূতাবাস রোড, বারিধারা, ঢাকা।
ফোন : +৮৮০-২-৯৮৯৩৮৯৫-৬, ফ্যাক্স : +৮৮০-২-৮৮২৩৫১৭।
ফিলিপাইনস্বা
ড়ি # ৬, রোড # ১০১, গুলশান # ২, ঢাকা।
ফোন +৮৮০-২-৯৮৮১৫৭৮, ফ্যাক্স +৮৮০-২-৮৮২৩৬৮৬।
কাতার
বাড়ি # ২৩, রোড # ১০৮, গুলশান, ঢাকা।
ফোন : +৮৮০-২-৮৮১৯৯৩০, +৮৮০-২-৮৮২৩৯৫০।
কোরিয়া
৪, মাদানী এভিনিউ, বারিধারা, ঢাকা।
ফোন : +৮৮০-২-৮৮১২০৮৮-৯০, ফ্যাক্স : +৮৮০-২-৮৮২৩৮৭১।
রাশিয়া
বাড়ি # এনই(জে), রোড # ৭৯, গুলশান, ঢাকা।
ফোন : +৮৮০-২-৮৮২৮১৪৭, ফ্যাক্স : +৮৮০-২-৮৮২৩৭৩৫।
সৌদি আরব
বাড়ি # ৫ (এনই)এল, রোড # ৮৩, গুলশান – ২, ঢাকা।
ফোন : +৮৮০-২-৮৮২৯১২৪-৩১, ফ্যাক্স : +৮৮০-২-৮৮২৩৬১৬।
আলজেরিয়া
নাইজেরিয়া
ইরান
বাড়ি #১৩/এ, রোড নং-৭৫, গুলশান-২, ঢাকা
ফোন : +৮৮২৫৮৯৬, ৮৮২৫৯৪৮, ৯৮৯৬৬৬৪, 01938-888644
ফ্যাক্স: ৮৮২৮৭৮০
ই-মেইল: [email protected]

             [email protected]

ভারত
হাউজ#২, রোড#১৪২, গুলশান, ঢাকা – ১২১২, বাংলাদেশ।
ফোনঃ +৮৮০-২-৯৮৮৯৩৩৯, ৯৮৮৮৭৮৯-৯১, ৮৮২০২৪৩-৪৭
ফ্যাক্সঃ +৮৮০-২-৯৮৯৩০৫০, ওয়েবসাইটঃ www.hcidhaka.gov.in




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *