দু’টি কথা
শাইখ আহমাদুল্লাহ্: চলে গেলেন শাইখ শাহাদাৎ হোসাইন খাঁন ফয়সাল (رحمه الله) nive গেল জীবন প্রদীপ প্রিয় শাহাদাৎ ফায়সাল ভাই-এর! আপন রক্তের সম্পর্ক নয়, তবুও দু’চোখ বেয়ে বেয়ে পানি ঝরছে! এতো রক্তের চেয়েও বড় সম্পর্ক এ যে দ্বীনের সম্পর্ক! শাহাদাৎ ফায়সাল ভাই-এর! (২০ সেপ্টেম্বর ১৯৮৬ – ০৪ ফেব্রুয়ারি ২০১৯) ৩২ বছর ৫ মাস পৃথিবীতে ভ্রমণ। পরিবারে বড় ছেলে ও আর্থিক যোগানদাতা তিনি। বয়স্ক বাবা মা, উনারা দুই ভাই এক বোন। বোনের বিয়ে হয় নি। আর উনার ছোট ভাই প্রতিবন্ধী। তিনি একাধারে কওমী থেকে দাওরা ফারেগ, আলিয়া থেকে ফাযিল কামিল করা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্ট্যাডিজে অনার্স-মাস্টার্স শেষ করে এমফিল করছিলেন। ইসলামী শিক্ষার উপর তাঁর পিএইচডি করার কথা ছিল। উনার দেশের বাড়ি ঝালকাঠি। ফয়সাল ভাইয়ের প্রতিভা বহুমুখী। লেখনী, বক্তব্য, আবৃতি, উপস্থাপনা, ওয়ায, খুতবা সকল বিষয়ে ছিলেন দক্ষ একজন লোক। এসব বিষয়ের প্রায় সব কিছুতেই তার পুরস্কার জিতার রেকর্ড আছে। হাদিস বিডির এক মিনিটের মাদ্রাসার উপস্থাপক তিনিই। . তিনি ছিলেন একজন বই প্রেমী মানুষ। ফেইসবুকে দেখবেন সেটা। উনার বাসার এক তৃতীয়াংশ উনার বই। মোটামুটি মিডিয়াম লেভেলের একটা লাইব্রেরি। . বাংলা ভাষায় যেসব বিষয়ে বই লেখা হয়নি তা নিয়ে তিনি কাজ করতে চাইতেন যাতে উম্মাহর উপকার হয়। সেই সূত্র ধরে উনার প্রথম বই গুনাহ মাফের উপায়। শিশুদের জন্য করা বইয়ের কাজ শেষ। বইয়ের কভার সিলেক্ট করা হয়েছে ফেইসবুক জরিপে। আরো অনেক অনুবাদ উনার হাতে অসমাপ্ত অবস্থায় রয়ে গেছে। পরিকল্পনা ছিল অনেক অনেক। ভাল একজন মানুষ হারালাম আমরা। আল্লাহ ভাল জানেন কিভাবে আমারা এই অভাব পূরণ করব। সত্যিই তাঁর এই চলে যাওয়া আজ মনকে বড়ই ভারাক্রান্ত করে তুলেছে ! আর সাথে সাথে তাঁর এই দ্রুত আল্লাহ্ তা’আলার ডাকে সাঁড়া দেওয়া আমাদের সবার জন্য এক আহ্বান।
প্রস্তুতি নাও! প্রস্তুতি!! পরকালের প্রস্তুতি!!! গত ০৪.০২.২০১৯ তারিখ বেলা ১০.৫০টায় ঢাকা মেডিকেলে তিনি ইন্তেকাল করেন । তার জানাজা বিকেল ৪.০০ টায় বংশাল সুরিটোলা জামে মাসজিদ ঢাকায় অনুষ্ঠিত হয়। পরিশেষে মহান আল্লাহ্ তা’আলার কাছে এই আশা করি ” আল্লাহ্ তা’আলা যেন প্রিয় ভাইকে জান্নাতুল ফিরদাউস নসীব করেন! আমীন! ছুম্মা আমীন!