মো. হুমায়ুন কবির
সোনারগাঁয়ের রন্ধন শিল্পী
মুন্সিগঞ্জের খাঁ বাড়ীর বধু,
হরেক রকম রান্না করে
খেতে মজা খুবই সুস্বাধু।
রন্ধন হবে আচার শিল্পী
ওগো মুন্সিগঞ্জের দামড়া,
থলে নাও বাজারে যাও
আনো বরিশালের আমড়া।
সবুজ আমড়া ছুলে চামড়া
ক্যাচা মেরে সিদ্ধ করে,
হরেক রকম মসলা মেরে
মজার আচার তৈরী করে।
খান অফিসে আচার এনে
খুশিতে বাকুম বৌর গুনগানে,
কর্মবন্ধুদের দেয় গুনেগুনে
ঝোল পড়ে যাই হলুদ বনে।
ফোনে বলি আচার শিল্পী
এখনই এসে দেখেন অফিসে,
আমি গেছি ঝোলে মিশে
হলুদ দাগ উঠবে কিসে?
হাসির ছলে ভাবী বলে
রাস্তায় অনেক গাড়ী চলে,
চলে যান ভাই ধোলাই খালে
আমি আসবো আপনি গেলে।