প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সবুজ শ্যামল এ বাংলাদেশ যেমন বিদেশী পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় দেশ, তেমনি এদেশের অধিকাংশ মানুষই ভ্রমণ পিয়াসু। নানা প্রতিকূলতার মাঝে বাস করেও অবসর পেলেই তারা পরিবার পরিজনকে নিয়ে ঘুরে বেড়াতে ভালবাসেন। রেল, সড়ক এবং আকাশ পথ ছাড়াও নৌপথে ভ্রমণের চমৎকার সুযোগ রয়েছে আমাদের দেশে। উন্নত বিশ্বের তুলনায় খুবই কম খরচে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে এখানে। তাছাড়া, ঋতু বৈচিত্র্যে ভরপুর এদেশের আবহাওয়াও প্রায় সারাবছরই নাতিশীতোষ্ণ। এদেশের মানুষ যেমন অতিথিপরায়ণ, তেমনি এ ঋতুতে ঘুরেবেড়ানোর মজাও অন্যরকম। হালকা শীতল পরিবেশে শহরের মানুষগুলোও পেতে পারেন ভিন্নরকম অনুভূতি। এসময় স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের অফুরন্ত ছুটির সাথে সাথে কিছুকিছু পেশার অভিভাবকগণও পেয়ে থাকেন শীতকালীন ছুটি। অন্যদিকে গ্রামবাংলায় আমন মৌসুম শেষ হওয়ায় কৃষকদের মুখে থাকে অকৃত্রিম হাসি ও অবসর। এ সুযোগে সবাই যেমন ঘুরে আসতে পারেন নিত্যনতুন জায়গায়, তেমনি পর্যটন এলাকার মানুষগুলো পর্যটকদের সেবায় সাময়িকভাবে এগিয়ে আসতে পারেন। সবমিলিয়ে পর্যটন শিল্পে দারুণ একটি সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। যে সুযোগ কাজে লাগিয়ে মালয়েশিয়া, আয়ারল্যান্ডসহ অনেক দেশ আজ এগিয়ে গেছে। চমৎকার সুযোগ থাকা সত্ত্বেও বিগত বছরগুলোতে সেভাবে পর্যটকদের আকর্ষণ বাড়াতে পারিনি আমরা। প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশী রেস্তোরাঁগুলোতে খাবারের মূল্য অনেক বেশী হওয়াতে এবং রাস্তাঘাটগুলোর অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় একদিকে বিদেশী পর্যটক হারাচ্ছেন আমাদের পর্যটন ব্যবসায়িরা। অন্যদিকে বিশাল সম্ভাবনাময় এ খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জনে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। বৌদ্ধ ধর্মের অন্যতম আদি নিবাস এবং একসময়ে বৌদ্ধ রাজা কতৃক শাসিত বাংলাদেশে রয়েছে প্রায় ২ হাজার বৌদ্ধবিহার। এ বিহারগুলো সংস্কারের মাধ্যমে একটি ধর্মের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার পাশাপাশি চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনামসহ বিদেশি পর্যটকদের এদেশের প্রতি আকর্ষণ বাড়াতে পারে সরকার। হোটেল, রেস্তোরার মালিক এবং সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানামুখী সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত এখনি। তবেই এদেশ পর্যটকদের মিলন মেলায় পরিণত হবে। পর্যটনশিল্পে এগিয়ে যাবে বাংলাদেশ।
সবাইকে বিজইয় দিবসের শুভেচ্ছা।