রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদের ৪৮৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলামে সভাপতিত্বে সভায় ব্যবস্থাপনা পরিচালক কাজী আলমগীর এবং পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদফতর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, মৎস্য অধিদফতর রাজশাহী বিভাগের উপপরিচালক রেজাউল ইসলাম, বিভাগীয় প্রাণি সম্পদ অধিদফতর রংপুর অঞ্চলের উপপরিচালক ডা. শেখ আজিজুর রহমান এবং পর্ষদ সচিবালয়ের সচিব মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের সার্বিক কর্মকাণ্ডের ওপর ব্যাপক আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।