রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল নিবাসী গিলাতলা গ্রামের এস এম হাসমত আলীর ছেলে এস এম ওমর পারভেজকে গত বছরের ১৪ ই জুন পুলিশের একদল সাদা পোশাকধারী লোক খুঁজতে আসে। এসময় সাদা পেশাকধারী লোকজন ওমর পারভেজকে না পেয়ে তার ছোট ভাই এস এম ওমর হাসনাতকে ধরে নিয়ে যায়। এস এম ওমর হাসনাতের বাবা মা ও পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুজাঁখুজি করে। পরে তিন দিন পর ১৭ই জুন ওমর হাসনাতের গুলিবিদ্ধ লাশ গ্রামের এক জঙ্গল থেকে উদ্ধার করে গ্রামের কয়েকজন বাসিন্দা। কি কারনে কারা ওমর হাসনাতকে মেরে ফেললো এর বিচার চায় তার বাবা মা ও পরিবারের সদস্যরা। এ ব্যাপারে ওমর হাসনাতের বাবা এস এম হাসমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , তাদের ধারনা সম্পূর্ন রাজনৈতিক প্রতিহিংসার কারনে বড় ছেলেকে না পেয়ে ছোট ছেলেকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকজন। আর এ কারনেই তাকে হত্যা করা হয়।
ওই হত্যাকান্ডের পর ১৭ মাস পার হলেও কাউকে গ্রেফতার বা সনাক্ত করতে পারেনি প্রশাসনের লোকজন। ওমর হাসনাতের বৃদ্ধ বাবা মা তার ছেলে হত্যার সুবিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। তারা তাদের ছেলে হত্যার সুবিচার চায় যাতে করে হত্যাকারীদের বিচার হয়।