ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। সারা হচ্ছেন নেতানিয়াহুর তৃতীয় স্ত্রী। তাকে প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের জন্য অভিযুক্ত করেছে ইসরাইলের আদালত।
শুক্রবার ইসরাইলের অ্যাটর্নি জেনারেল এভিচাই মেনদেলব্লিত সারাকে দোষী সাব্যস্ত করে অভিযোগপত্র দেন। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনি রাষ্ট্রীয় তহবিল থেকে এক লাখ ১২ হাজার ডলার নিজের বাড়িতে ডিনার পার্টিতে খরচ করেছেন এবং পরে তা অডিটরদের কাছে গোপন করেছেন।
এছাড়া, সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় তহবিল থেকে নিজের বাড়ির জন্য আসবাবপত্র কিনেছেন বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি তার মৃত বাবার নামে প্রতিষ্ঠিত হাসপাতালেও রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যয় করেছেন বলে সন্দেহ রয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, সারা আলাদা চারটি অভিযোগের মুখোমুখি হতে পারেন। ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।