ওভালে বিদায়ী ম্যাচ খেলতে নেমেছেন অ্যালিস্টার কুক। ১২ বছর আগে এই ভারতের বিপক্ষেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারের ২৯১তম ও শেষ ইনিংসে কুক এই রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাট করছিলেন ৩৯ রানে।
আর তাঁর দল দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৮৭ রান তুলে ভারতের চেয়ে এগিয়ে গেছে ১২৭ রানে। এর আগে ভারতের প্রথম ইনিংসটা যেন অনুসরণ করল ইংল্যান্ডের প্রথম ইনিংসকে, ম্যাচের দ্বিতীয় দিনটাকেও। ৭ উইকেটে ১৯৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড থেমেছিল ৩৩২ রানে। তৃতীয় দিনটা ভারত শুরু করল ৬ উইকেটে ১৭৪ রান নিয়ে। ইংল্যান্ডের মতো ৩০০ অবশ্য পেরোতে পারেননি বিরাট কোহলিরা।
তবে অভিষিক্ত ব্যাটসম্যান হানুমা বিহারি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ব্যাটে ভর করে ভারতীয়রা থেমেছে ২৯২ রানে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে ঠিক ৪০ রান কম। ভারতীয় ইনিংসের প্রায় অর্ধেক রানই বিহারি-জাদেজার। আটে নেমে সর্বোচ্চ ৮৬ রান জাদেজার। তাঁকে আউট করতে পারেনি ইংলিশরা। মঈন আলীর বলে উইকেটকিপার জনি বেয়ারস্টোর ক্যাচ হওয়ার আগে বিহারি করেছেন ৫৬।
বিহারি-জাদেজা জুটি বেঁধেছিলেন আগের দিন শেষ বিকেলে ভারত ১৬০ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর। সেই জুটি ভাঙল তৃতীয় দিনের মধ্যাহ্নবিরতির কিছু আগে ৭৭ রান যোগ করার পর। জমাট এক ইনিংস খেলে বিহারি যখন ফিরলেন জাদেজার রান তখন মাত্র ৩৯। ভারতের ১০ নম্বর ব্যাটসম্যানও তাঁকে ৫৬ রানে রেখে ফিরলেন। বাকি ৩০টি রান জাদেজা পেলেন বুমরার সঙ্গে ৩২ রানের শেষ জুটিতে। কোনো রান পাননি বুমরা, তবে দলের রানটাকে বাড়িয়ে দিয়ে গেছেন রানআউট হওয়ার আগে।