বাঙ্গালী সংস্কৃতির নামে এমন কিছু পালন করছি মোরা, যে সংস্কৃতি মনের অজান্তেই আমাদেরকে পৌত্তলিকতার দিকে ধাবিত করছে।
পৃথিবীর অন্যান্য মুসলিমদের থেকে আলাদা করে দিচ্ছে আমাদের। একদিকে নিজেদের হাতে গড়া ইট, সিমেন্ট, মাটি/বালুতে তৈরি স্মৃতি সৌধ, মিনারে ফুল দিচ্ছি। কখনো আবার লক্ষ্মীকে মানছি ভাগ্যের দেবী হিসেবে, দু’আ না করে নীরবতা পালন করছি মৃতদের জন্য। এমন কাজ করে কাকে খুশী করছি আমরা?
শুধুমাত্র নামাজ, রোজা পালন আর গরুর গোশত খাওয়ার মাঝেই নিজেদের মুসলানিত্বকে সীমাবদ্ধ করে ফেলছি। কিন্তু কখনো কি ভেবেছি-
মৃত্যু হবে হয়ত মুশরিকদের ন্যায়,
যে গুনাহ কভু ক্ষমার যোগ্য নয়।