কর্পোরেট ডেস্ক: এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে “চাপ প্রয়োগ” ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার তদন্তভার ডিবির ওপর ন্যস্ত হয়েছে। মামলাটি এরই মধ্যে গুলশান থানা থেকে ডিবির কাছে স্থানান্তর করা হয়। এছাড়া এ ঘটনায় সিকদার গ্রুপের এমডি রন হক সিকদারের বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে পুলিশ। গুলশানের বাসা থেকে মঙ্গলবার ওই গাড়ি জব্দ করা হয়। তবে এরই মধ্যে রন হক সিকদার ও তার ভাই দীপু হক সিকদার এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড চলে যান।
ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, মামলাটির তদন্ত শুরু করেছে ডিবি। একজন অভিযুক্তের রেঞ্জ রোভার গাড়ি জব্দ করা হয়েছে।
গত ৭ মে ঋণের জন্য বন্ধকী সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। মামলায় অভিযোগ করা হয়, বনানীর একটি বাড়িতে তাদের আটকে রেখে নির্যাতন এবং সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়েছিল। তবে গত ২৫ মে সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার নিজস্ব এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে চলে যান।