উল্লেখযোগ্য খবর
সম্পাদক পরিষদের বিবৃতি খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন নেই স্টাফ রিপোর্টার (১০ মিনিট আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:১৪ অপরাহ্ন mzamin facebook sharing button twitter sharing button skype sharing button telegram sharing button messenger sharing button viber sharing button whatsapp sharing button প্রবল আপত্তির মধ্যেই সম্প্রতি আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ জাতীয় সংসদে পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। এর মাধ্যমে এই আইনটি সম্পর্কে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজন এত দিন যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন, সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে। তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এ আইনে রয়েই গেছে। বুধবার পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩) স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতি করবে বলে সংশোধনের দাবি জানিয়েছিল সম্পাদক পরিষদ। এখন সাইবার নিরাপত্তা আইনে সাতটি ধারায় সাজা ও জামিনের বিষয়ে সংশোধনী আনা হয়েছে। কিন্তু অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা হয়নি, বরং তা আগের মতোই রয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ও ২৮ ধারা দুটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হওয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে ধারা দুটি বাতিলের আহ্বান করা হয়েছিল। শাস্তি কমিয়ে এই দুটি বিধান রেখে দেয়ায় এর অপপ্রয়োগ ও খেয়ালখুশিমতো ব্যবহারের সুযোগ থেকেই যাবে। বিবৃতিতে বলা হয়, আইনটি কার্যকর হলে আইনের ৪২ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি, কম্পিউটার নেটওয়ার্ক সার্ভারসহ সবকিছু জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পাবে পুলিশ। এর মাধ্যমে পুলিশকে কার্যত এক ধরনের ‘বিচারিক ক্ষমতা’ দেয়া হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞাপন আইনের চারটি ধারা জামিন অযোগ্য রাখা হয়েছে। সাইবার-সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ও কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সম্পাদক পরিষদ চায়, ডিজিটাল বা সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধের শাস্তি হোক। কিন্তু সাইবার নিরাপত্তা আইনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা সন্নিবেশিত থাকায় এই আইন কার্যকর হলে পূর্বের ন্যায় তা আবারও সাংবাদিক নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে পরিণত হবে। তাই সাইবার নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া নতুন কিছু হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে মনে করে সম্পাদক পরিষদ।

Relations between Turkish and Bengali nations have strong historical roots: Turkey Ambassador

MM Rahmatullah: His Excellency Mustafa Osman Turan Ambassador-designate Turkey to Bangladesh born in 1969 in Izmit of Turkey, which known as Nicomedia in antiquity and the administrative center of the Kocaeli Province as well as the Metropolitan Municipality. Izmit located at the Gulf of İzmit in the Sea of Marmara, about 100 km east of Istanbul, on the northwestern part of Anatolia. Recently, he visited Rohingya refugee camps in Bangladesh with a delegation of Turkish parliamentarians and decided on provincial measures to be taken by Myanmar on the Rohingya Genocide case. He worked a outstanding humanitarian by Tika Turkey. He joined Ministry of Foreign Affairs of the Republic of Turkey in 1992. His Excellency Mustafa Osman Turan studies in international relations at the Middle East Technical University in Ankara. He completed his Master’s degree on European politics in 1996 at the College of Europe in Bruges. Throughout his career, he worked at the Ministry’s departments on the Middle East, NATO and Euro-Atlantic Security and Defence Affairs, Arms Control and Disarmament, Multilateral Economic Affairs. As his assignments abroad, he worked in Italy, Albania, North Macedonia, Kosovo, Austria, Afghanistan and Belgium. His Excellency Mustafa Osman Turan can speak English fluently.

However, before being appointed as the Ambassador to Bangladesh at 15.01.2020, Mr. Turan engaged in Ankara as the Deputy Director General for Multilateral Economic Affairs Between 2016-2019. It’s mentionable that Turkey recognized Bangladesh on 22 February 1974 shortly after its independence and the Turkish Embassy in Dhaka was opened in 1976 while the Embassy of Bangladesh in Ankara was inaugurated in 1981. His Excellency Ambassador-designate Mustafa Osman Turan gave a Message for the honorable Guests and the Visitors of the Embassy’s website. His Excellency Ambassador-designate Mustafa Osman Turan’s Message is the following lines.

The Embassy is working towards furthering the close relations between the two countries, which are based on the historical bonds between the peoples of Turkey and Bangladesh. Our primary goal is to strengthen our political, economic and cultural relations.

Relations between Turkish and Bengali nations have strong historical and cultural roots dating back before the foundation of the People’s Republic of Bangladesh. The Muslims of South Asia including the Bengalis had supported the Turkish War of Independence. The respect and admiration for Atatürk is reflected in the epic poem “Kamal Pasha”, written by Kazi Nazrul Islam, National Poet of Bangladesh, in 1921. This poem has been on the curriculum in Bangladesh schools. Besides, one major avenue in Dhaka and another one in Chattogram have been named as “Kemal Atatrrk Avenue”. Furthermore, a high school in Dagan Bhuiyan, in Feni and a Turkish language center in Dhaka Cantonment were named as “Atatürk Model High School” and “Mustafa Kemal Turkish Language Center”. In the same vein, the support of the Bengali people during the Turkish War of Independence is still remembered with gratitude by the Turkish people.

Turkish Airlines with its daily direct flights between Istanbul and Dhaka provides the opportunity to advance the economic, cultural and touristic exchanges with a view to further promoting the trade volume that is around one billion USD. The Turkish Cooperation and Coordination Agency (TİKA) and Turkish Red Crescent offices in Dhaka are helping us to coordinate the development assistance in the fields such as health, education, and humanitarian aid for our Bangladeshi brothers and sisters.

E-mail address of Turkey embassy to Dhaka is: [email protected].




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *