ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তির ক্ষেত্রে আগে ভর্তি পরীক্ষার বিষয়গুলোতে নির্দিষ্ট নম্বর পাওয়ার শর্ত থাকত। কিন্তু এবার সেই নিয়ম বাতিল করা হয়েছে। ভর্তি পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে এবার শিক্ষার্থীদের বিভাগ বরাদ্দ দেওয়া হবে।
সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে অন্য ইউনিটগুলোতে বিভাগ পাওয়ার ক্ষেত্রে ভর্তি পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বরের শর্ত বহাল রয়েছে।
‘ঘ’ ইউনিট থেকে ইংরেজি বিভাগে ভর্তি হতে হলে আগে ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ২০ নম্বর পাওয়ার শর্ত ছিল। আইন পেতে হলে ইংরেজিতে ন্যূনতম ১৮ আর বাংলা বা উচ্চতর ইংরেজিতে পেতে হতো ১৪। প্রতিটি বিভাগ পাওয়ার ক্ষেত্রেই এ রকম শর্ত ছিল। শর্ত পূরণ করতে পারলে মেধাতালিকায় পেছনে থেকেও অনেকে পছন্দের বিষয়ে ভর্তি হতে পারতেন। কিন্তু এবার এমন কোনো শর্ত থাকছে না। এবার মেধাক্রম অনুযায়ী পছন্দের বিষয় বরাদ্দ পাবেন শিক্ষার্থীরা।