চিকিৎসকদের বিনামূল্যে প্রেসক্রিপশন সফটওয়্যার সার্ভিস চালু করেছে বাংলাদেশী মেডিকেল সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান জিলসফট। জিলসফটের ভার্সন ৫.০ ২০২০ এডিশন উন্মুক্তকরণ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান ডা. তানজিমুল ইসলাম জানান, জিলসফট প্রেসক্রিপশন সফটওয়্যার গত ৩ বছর থেকে বাংলাদেশী চিকিৎসকগন ব্যবহার করছেন। সহজবোধ্য প্রেসক্রিপশন সরবরাহে হাইকোর্টের নির্দেশনা থাকায়, এই সফটওয়্যারটির মাধ্যমে প্রেসক্রিপশন প্রিন্ট করে রোগীকে সরবরাহ করা সম্ভব। সফটওয়্যারটির মেডিকেল ও ডেন্টাল এডিশন দুটো আলাদা সংষ্করণ রয়েছে। সফটওয়্যারটি ব্যবহার করা যাবে অনলাইনে বা অফলাইনে। উইন্ডোজ ৭, ৮ ও ১০ এ exe ফাইল ইন্সটল করে ব্যবহার করা যাবে অফলাইন এডিশন। বিনামূল্যে চিকিৎসকগণ ব্যবহার করতে পারবেন https://zilsoft.net ঠিকানা থেকে। ৩ হাজারের বেশি এমবিবিএস ও বিডিএস চিকিৎসককে বর্তমানে অনলাইনে বিনামূল্যের প্রেসক্রিপশন সার্ভিস দিচ্ছে সফটওয়্যার প্রতিষ্ঠানটি।
বাজারের অন্যন্য সফটওয়্যারের তুলনায় এটির ব্যবহার সহজ। সফটওয়্যারটিতে সহজবোধ্য ইন্টারফেস ব্যবহার করা হয়েছে যা সকল পর্যায়ের চিকিৎসকদের জন্য ব্যবহারযোগ্য। টেম্পলেট বেজস প্রেসক্রিপশন তৈরীর সুবিধা রয়েছে। রোগীর মুঠোফোনে SMS পাঠানোর ব্যবস্থা রয়েছে। রয়েছে ওষুধের বৃত্তান্ত লিটারেচার।
রোগীর তথ্য সংরক্ষণে ডিজিটাল নথি সংরক্ষন সুবিধা রয়েছে সফটওয়্যারটিতে। এতে প্রেসক্রিপশন, রিপোর্টসহ রোগীর জরুরী ডেটা কম্পিউটারে সংরক্ষণ করা যাবে। রোগী প্রেসক্রিপশন হারিয়ে ফেললেও মোবাইল নম্বর দিয়ে সার্চ করার সুবিধা থাকায় রোগীদের ভোগান্তি কম হবে এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে। টেলিমেডিসিন সহ অনলাইন সার্ভিস প্রদানেও সফটওয়্যারটি অগ্রনী ভূমিকা পালন করবে।
প্রান্তিক পর্যায়ে যেখানে ইন্টারনেট সংযোগ উচ্চগতির নয়, সেখানে ইন্টারনেটবিহীন অফলাইন সংস্করণ ব্যবহার করা যাবে। রোগীর সকল তথ্য চিকিৎসকের ল্যাপটপ/কম্পিউটারে সংরক্ষিত থাকায় নির্ভুল চিকিৎসা প্রদানে সফটওয়্যারটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
সফটওয়্যারটি সাদা কাগজে বা ছাপানো প্রেসক্রিপশন উভয়ের উপর প্রিন্টিং সুবিধা দিয়ে থাকে। ঝকঝকে প্রিন্টিং এবং বাংলাভাষায় প্রিন্টের সুবিধা থাকায়, প্রেসক্রিপশন রোগীর কাছে সহজবোধ্য হবে এবং ভুল ওষুধ সেবনের জটিলতা নিরসন হবে বলে মনে করেন এর নির্মাতা প্রতিষ্ঠান।