উল্লেখযোগ্য খবর
সম্পাদক পরিষদের বিবৃতি খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত পরিবর্তন নেই স্টাফ রিপোর্টার (১০ মিনিট আগে) ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার, ৬:১৪ অপরাহ্ন mzamin facebook sharing button twitter sharing button skype sharing button telegram sharing button messenger sharing button viber sharing button whatsapp sharing button প্রবল আপত্তির মধ্যেই সম্প্রতি আলোচিত ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ জাতীয় সংসদে পাস হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। এর মাধ্যমে এই আইনটি সম্পর্কে সম্পাদক পরিষদসহ সংবাদমাধ্যমের অংশীজন এত দিন যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে আসছিলেন, সেটা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে নতুন আইনে শাস্তি কিছুটা কমানো এবং কিছু ধারার সংস্কার করা হয়েছে। তাই শুধু খোলস পরিবর্তন ছাড়া সাইবার নিরাপত্তা আইনে গুণগত বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এই বিষয়গুলো খর্ব করার মতো অনেক উপাদান এ আইনে রয়েই গেছে। বুধবার পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়। এতে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা (৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩) স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে ভীষণভাবে ক্ষতি করবে বলে সংশোধনের দাবি জানিয়েছিল সম্পাদক পরিষদ। এখন সাইবার নিরাপত্তা আইনে সাতটি ধারায় সাজা ও জামিনের বিষয়ে সংশোধনী আনা হয়েছে। কিন্তু অপরাধের সংজ্ঞা স্পষ্ট করা হয়নি, বরং তা আগের মতোই রয়ে গেছে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২১ ও ২৮ ধারা দুটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী, রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির হাতিয়ার ও বিভ্রান্তিকর হিসেবে বিবেচিত হওয়ায় জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে ধারা দুটি বাতিলের আহ্বান করা হয়েছিল। শাস্তি কমিয়ে এই দুটি বিধান রেখে দেয়ায় এর অপপ্রয়োগ ও খেয়ালখুশিমতো ব্যবহারের সুযোগ থেকেই যাবে। বিবৃতিতে বলা হয়, আইনটি কার্যকর হলে আইনের ৪২ ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি, কম্পিউটার নেটওয়ার্ক সার্ভারসহ সবকিছু জব্দ ও গ্রেপ্তারের ক্ষমতা পাবে পুলিশ। এর মাধ্যমে পুলিশকে কার্যত এক ধরনের ‘বিচারিক ক্ষমতা’ দেয়া হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিজ্ঞাপন আইনের চারটি ধারা জামিন অযোগ্য রাখা হয়েছে। সাইবার-সংক্রান্ত মামলার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের জেল ও কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সম্পাদক পরিষদ চায়, ডিজিটাল বা সাইবার মাধ্যমে সংঘটিত অপরাধের শাস্তি হোক। কিন্তু সাইবার নিরাপত্তা আইনের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশির ভাগ ধারা সন্নিবেশিত থাকায় এই আইন কার্যকর হলে পূর্বের ন্যায় তা আবারও সাংবাদিক নির্যাতন এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণের হাতিয়ার হিসেবে পরিণত হবে। তাই সাইবার নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক আইন বলা ছাড়া নতুন কিছু হিসেবে বিবেচনা করা যাচ্ছে না বলে মনে করে সম্পাদক পরিষদ।

UN rights chief concerned about police inaction during Delhi ‘attacks against Muslims’

International Desk : United Nations High Commissioner for Human Rights Michelle Bachelet in her address to the Human Rights Council’s 43rd session expressed concern over the deadly violence that began in the Indian capital on February 23, highlighting in particular reports of police inaction in the face of attacks on Muslims, The Wire reported on Thursday. “I am concerned by reports of police inaction in the face of attacks against Muslims by other groups, as well as previous reports of excessive use of force by police against peaceful protesters,” she said in her address. Last year at the 42nd session of the council in Geneva, Bachelet had expressed she was “deeply concerned” after India initiated its clampdown in occupied Kashmir.

India’s move to annex Jammu & Kashmir through revocation of the region’s special status and imposition of a communications and travel lockdown was also strongly criticised by independent UN experts who termed the moves as “collective punishment” for the entire population.

On Thursday, Bachelet began mention of India in her address by referring to the prolonged detention of political leaders in occupied Kashmir, according to The Wire.

She also went on to talk about the contentious Citizenship Act that has polarised Indian society and has been attributed to the communal violence ensuing in New Delhi. “In India more broadly, the Citizenship Amendment Act adopted last December is of great concern. Indians in huge numbers, and from all communities, have expressed – in a mostly peaceful manner – their opposition to the Act, and support for the country’s long tradition of secularism,” she was quoted as saying by The Wire “This has now widened into broader inter-communal attacks, with 34 people killed since Sunday 23 February. I appeal to all political leaders to prevent violence.”

 

UN chief wants India to invoke ‘spirit of Gandhi’ to end violence

Meanwhile UN Secretary-General Antonio Guterres on Thursday urged Indian leaders to invoke the “spirit of Gandhi” to bring about an end to the violence in New Delhi and to pave the way for communal harmony.

According to latest figures, at least 38 people have been killed in communal clashes in New Delhi, as mobs attacked mosques, residences and businesses after demonstrations against the Citizenship (Amendment) Act turned violent. “Throughout his life, the secretary-general has been deeply inspired by the teachings of Mahatma Gandhi and today the spirit of Gandhi is needed –more than ever and it is essential — to create conditions for true community reconciliation,” Spokesman Stephane Dujarric said in response to a question at UN Headquarters in New York on Thursday.

He said the UN chief had been following the situation and was “saddened by the reports of death that we have seen over the past few days in New Delhi.”

The Secretary General “again reiterates, as he has done in other places, his calls for maximum restraint and violence to be avoided,” Dujarric added.

FILE PHOTO: People stand at a damaged fuel station after it was set on fire by a mob in a riot affected area after clashes erupted between people demonstrating for and against a new citizenship law in New Delhi, India, February 26, 2020. REUTERS/Rupak De Chowdhuri/File Photo

India says OIC statement on New Delhi violence ‘misleading’

India’s Ministry of External Affairs has taken grave exception to the Organisation of Islamic Cooperation (OIC) for its statement on the Delhi communal violence.

The OIC had condemned the recent and “alarming” violence against Muslims in India in a tweet.

According to The Wire, the ministry said that the comments are “factually inaccurate and misleading”.

Ministry of External Affairs Spokesperson Raveesh Kumar urged “bodies like the OIC” not to make “irresponsible statements” at this “sensitive time”.

“The statements which have come out of OIC are factually inaccurate, they are selective, and they are misleading. There is an effort on the ground, to restore normalcy, to create confidence,” Kumar was quoted as saying.

“We urge these bodies not to indulge in irresponsible statements at this sensitive time,” he said.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *