বাংলাদেশে যে ক’টি প্রতিষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে হজসেবা প্রদান করে আসছে; আবাবিল হজ গ্রূপ তার মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান। আবাবিল হজ গ্রূপ, মারিয়া ট্রাভেলস এন্ড ট্যুরস আজ দেশবিদেশে একটি পরিচিত নাম। হজ সেবার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সৌদি সরকার কর্তৃক ৩বার পুরস্কার প্রাপ্ত প্রতিষ্ঠান আবাবিল দেশবিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। হজ ও ওমরাহর প্রেরণকারী এবং টিকেটিং ব্যবসায় দেশ সেরা টপ ১০এর মধ্যে অবস্থানকাটরি প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রূপ। যার সুদক্ষ নেতৃত্ব ও পরিচালনায় এ প্রতিষ্ঠানগুলো সুনামের সাথে দ্বীনি ও ব্যবসায়িক দায়িত্ব পালন করে আসছে; তার নাম আলহাজ মোঃ আবু ইউসুফ। এদেশের সুপরিচিত একজন ব্যবসায়ী আইকন জনাব আবু ইউসুফ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাজ ভল্লবপু্র গ্রামে ১৯৬৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলী আকবর এবং মাতার নাম জরিবা খাতুন। আলিয়া মাদ্রাসা শিক্ষা কারিকুলামে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেছেন তিনি। এরপর পুরোদস্তুর জড়িয়ে পড়েছেন ব্যবসা জীবনে। বাংলাদেশের মানুষকে পর্যটন বান্ধব সেবা উপহার দিতে আগ্রহী আলহাজ মোঃ আবু ইউসুফ বাংলাদেশ পর্যটন খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে হিমালয়-এর সাথে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সাক্ষাৎকারের চুম্বক অংশটুকু পাঠকদের জন্য তুলে ধরা হল। সাক্ষাৎকারটি নিয়েছেন হিমালয়-এর নির্বাহী সম্পাদক এমএম রহমাতুল্লাহ।
হিমালয়: পর্যটন শিল্পের উন্নয়নে আমাদের কী করণীয়?
আবাবিল হজ গ্রূপ: বাংলাদেশ বিশ্বে এমন একটি দেশ, যেখানে রয়েছে সৃষ্টিকর্তার এক বিশাল ভান্ডার। এদেশে রয়েছে প্রচুর গাছপালা, নদ নদী, পাহাড়-পর্বত। সবুজ শ্যামল এ বাংলাদেশ শুধু নাম নয়, বাস্তবেই এটি সোনার বাংলা। এখানে রয়েছে মহান আল্লাহর সব ধরনের অনুগ্রহ। আরবদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এদেশের প্ৰাকৃতিক সৌন্দর্য দেখে মুগধ হয়।
হিমালয়: বাংলাদেশে পর্যটন শিল্পের বিকাশে প্রধান অন্তরায় কি?
আবাবিল হজ গ্রূপ: এদেশে পর্যটন শিল্পের বিকাশে প্রধান অন্তরায় সিদ্বান্তহীনতা। আবার সঠিক সিদ্বান্ত নিলেও তার কার্যক্রমে সঠিক নিৰ্দেশনা থাকেনা। বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কাজে গতিহীনতাও এদেশে পর্যটন শিল্পের উন্নয়নে একটি বড় অন্তরায়।
হিমালয়: আমাদের দেশে আশানুরূপ ইনবাউন্ট ট্যুর হচ্ছে না কেন?
আবাবিল হজ গ্রূপ: বিদেশীরা বাংলাদেশে না আসার পিছনে বেশ কয়েকটি কারন রয়েছে।প্রথমত: নিরাপত্তার অভাব। এক্ষেত্রে কক্সবাজারের নিরাপত্তাহীনতার কথা আমরা উল্লেখ করতে পারি। দ্বিতীয়ত: রাজনৈতিক অস্থিতিশীলতা। তৃতীয়ত: বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো এদেশের পর্যটন স্থানগুলোর তথ্যাদি সঠিকভাবে তুলে ধরে বিদেশিদের আকৃষ্ট করতে পারছেনা। চতুর্থত: আমাদের দেশের মানসম্মত হোটেল পর্যাপ্ত নয়। তাছাড়া, অপরিচ্ছন্ন পরিবেশ এবং পর্যটন এলাকাগুলোতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন না হওয়াতে বিদেশি পর্যটক আমাদের দেশে আসছেনা।
১৪৪১ হিজরি ওমরাহ্ প্রেরণে আবাবিল হজ্ব গ্রুপ এর সঙ্গে সৌদি আরব সালমান আল হারবী কোম্পানীর স্বত্বাধীকারী মাহের খালেদ ফাত্তাহ্ চুক্তি সম্পাদন করেন।
হিমালয়: পর্যটন বিকাশে বর্তমান সরকারের পদক্ষেপকে কী যথেষ্ট মনে করেন?
আবাবিল হজ গ্রূপ: না, পর্যটন বিকাশে বর্তমান সরকারের পদক্ষেপকে আমি যথেষ্ট মনে করিনা। সরকার চাইলে দেশের ঐতিহ্যবাহী মসজিদ, মন্দির, বিহারসহ গুরুত্বপূর্ণ পর্যটনস্থানগুলোর উন্নীতকল্পে নানা পদক্ষেপ গ্রহণ করতে পারে। পারে আরো সুন্দর পর্যটন বান্ধব পরিবেশ তৈরী করতে।
হিমালয়: বিভিন্ন ধর্মগ্রন্থে পর্যটনের ব্যাপারে উৎসাহিত করার কারন কি?
আবাবিল হজ গ্রূপ: পর্যটনের মাধ্যমে জ্ঞানের বিকাশ ঘটে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরূপ সৃষ্টি দেখে সৃষ্টিকর্তার প্রতি মানুষের হৃদয় মন আলোড়িত হয়। বিভিন্ন নবী-রাসূলের সময়কার মিথ্যারোপকারীদের শাস্তি দেখেও মানুষ সঠিক শিক্ষা উপলব্ধি করতে পারে বলে ধর্মগ্রন্থে পর্যটনের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে বলে আমি মনে করি।
হিমালয়: পর্যটন স্পটগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনতে কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে?
আবাবিল হজ গ্রূপ: এক্ষেত্রে পর্যটন এলাকাগুলোতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও সরকারের উচিত সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করা এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হোটেলগুলোকে মানসম্মত অবস্থানে উত্তীর্ন করা। তাছাড়া, পরিচ্ছন্ন পরিবেশ ও প্রয়োজনীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের উচিত আরো কঠোর হওয়া।
হিমালয়: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ডের কার্যক্রম কতটুকু সন্তোষজনক?
আবাবিল হজ গ্রূপ: পর্যটন কর্পোরেশন ও ট্যুরিজম বোর্ডের কার্যক্রমকে এখনো মানসম্মত পর্যায়ে পৌঁছেনি।অনেক সীমাবদ্ধতা ছাড়াও ট্যুরিস্ট পুলিশের অভাব প্রকটভাবে অনুভূত হচ্ছে।
৮. বিদেশী পর্যটকদের বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় আপনি কি সন্তুষ্ট?
৯. বর্তমান প্রজন্মকে পর্যটনের প্রতি আকৃষ্ট করতে দেশের বুদ্ধিজীবীগণ কিভাবে ভূমিকা পালন করতে পারেন? কিভাবে এ ব্যবসায় এলেন?
১১. পর্যটন মেইলের পাঠকদের উদ্দেশ্যে কিছু বলুন।