ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ গলতে শুরু করবে কি না পরের কথা, তবে ঘটনা হলো সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হচ্ছে। চলতি বছরের শেষ দিকে ভারতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ কথা জানান। তিনি বলেন, এসসিও সদস্যভুক্ত দেশগুলোর সরকার প্রধানের শীর্ষ বৈঠক এই বছর ভারতে অনুষ্ঠিত হবে। এই আঞ্চলিক সহযোগিতামূলক সংগঠনের আট সদস্য দেশ, চার পর্যবেক্ষক দেশ ও আঞ্চলিক ডায়ালগ পার্টনারদের সবাইকে আমন্ত্রণ জানানো হবে।
ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এখনো তাঁর বাক্যালাপ হয়নি। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানেও ইমরানকে আমন্ত্রণ জানাননি। এবার খ্রিষ্টীয় নতুন বছর শুরুর সময় প্রতিবেশী সব দেশের সরকারপ্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও ইমরানকে শুভেচ্ছা জানাননি তিনি। গত বছর জুন মাসে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এসসিও শীর্ষ সম্মেলনে ইমরান উপস্থিত থাকলেও মোদি তীব্র ভাষায় ‘সন্ত্রাসের মদদদাতাদের’ কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।